হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

পশ্চিম তীরে ৩ হাজার বসতি স্থাপনের অনুমোদন দিল ইসরায়েল

পশ্চিম তীরে তিন হাজারের বেশি ইহুদি বসতি স্থাপনের প্রাথমিক অনুমোদন দিয়েছে ইসরায়েল। গতকাল বুধবার এ অনুমোদন দেওয়া হয়। ফিলিস্তিনিরা এমন সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে। বাইডেন প্রশাসনের বিরোধিতা সত্ত্বেও ইসরায়েল বসতি নির্মাণের সিদ্ধান্তে অনড় রয়েছে। আজ বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, তাদের একটি পরিকল্পনা কমিটি পশ্চিম তীরে ১ হাজার ৩৪৪টি বাড়ি নির্মাণ ও ১ হাজার ৮০০ বসতি স্থাপনের প্রাথমিক অনুমোদন দিয়েছে। তবে বাইডেন প্রশাসনের প্রস্তাবের বিরুদ্ধে গিয়ে সিদ্ধান্তটি চূড়ান্ত অনুমোদন পাবে কিনা সেটি ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্তজের ওপর নির্ভর করছে। বর্তমান ইসরায়েল সরকার বাইডেন প্রশাসনের সঙ্গে সুসম্পর্ক ধরে রাখার এবং বিভিন্ন রাজনৈতিক সীমাবদ্ধতার মধ্যে ভারসাম্য বজায় রেখে চলার চেষ্টা করছে। 

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ইসরায়েলের সিদ্ধান্তের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেছেন। 

গত মঙ্গলবার যুক্তরাষ্ট্র বলেছে, এটি গভীর উদ্বেগের বিষয়। ইসরায়েলের এই কাজের বিরোধিতা করছে যুক্তরাষ্ট্র। এর ফলে দ্বি-রাষ্ট্র সমাধানের যে চেষ্টা চলছে সেটি বাধাগ্রস্ত হবে এবং ওই অঞ্চলে উত্তেজনা আরও বাড়বে। 

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র বলেই পরিচিত। বরাবরই ইসরায়েলকে সমর্থন দিয়ে এসেছে যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট থাকাকালীন বসতি নির্মাণ প্রকল্পে প্রকাশ্যে নিজের সমর্থন জানিয়েছিলেন। তবে রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন, বাইডেন ক্ষমতায় আসার পর ইসরায়েল ইস্যুতে ক্ষমতাসীন ডেমোক্র্যাট শিবিরে ক্ষোভ বাড়ছিল। সেই চাপ থেকেই বাইডেন প্রশাসন পশ্চিম তীরে বসতি নির্মাণের বিষয়ে ইসরায়েলের বিপক্ষে অবস্থান নিয়েছে। বাইডেন প্রশাসন ধীরে ধীরে পশ্চিম তীর ইস্যুতে অবস্থান বদলাচ্ছে।   

সমুদ্র উপকূলে পাওয়া গ্যাস বিক্রি করে গাজা পুনর্গঠনের পরিকল্পনা যুক্তরাষ্ট্র–আরব আমিরাত ও ইসরায়েলের

আরব বসন্তে ক্ষমতাচ্যুত একনায়কেরা এখন কোথায় কেমন আছেন

পশ্চিম তীরে এক বছরে ১৫০০ বাড়ি ভেঙেছে ইসরায়েল, ভাঙবে আরও ২৫টি

বৃষ্টি, বন্যা আর আবর্জনা: গাজাবাসীর অন্তহীন শীতের রাতের দুঃসহ বেদনা

গাজায় হামলা চালিয়ে হামাসের শীর্ষ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

সিরিয়ায় আইএসের হামলায় দুই মার্কিন সেনা এবং এক দোভাষী নিহত

এবার ডিজেলবাহী ট্যাংকার জব্দ করল ইরান, বাংলাদেশিসহ ১৮ ক্রু আটক

ইরানে দুইবার সরকার পরিবর্তনের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে ওয়াশিংটন: মার্কিন দূত

জানুয়ারিতেই হতে পারে গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েন, সেনা প্রস্তুত করছে ইন্দোনেশিয়া

তীব্র শীতে গাজায় প্রাণ সংহারকারীর ভূমিকায় ‘বায়রন’, নিহত অন্তত ১৪