হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

পশ্চিম তীরে ৩ হাজার বসতি স্থাপনের অনুমোদন দিল ইসরায়েল

পশ্চিম তীরে তিন হাজারের বেশি ইহুদি বসতি স্থাপনের প্রাথমিক অনুমোদন দিয়েছে ইসরায়েল। গতকাল বুধবার এ অনুমোদন দেওয়া হয়। ফিলিস্তিনিরা এমন সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে। বাইডেন প্রশাসনের বিরোধিতা সত্ত্বেও ইসরায়েল বসতি নির্মাণের সিদ্ধান্তে অনড় রয়েছে। আজ বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, তাদের একটি পরিকল্পনা কমিটি পশ্চিম তীরে ১ হাজার ৩৪৪টি বাড়ি নির্মাণ ও ১ হাজার ৮০০ বসতি স্থাপনের প্রাথমিক অনুমোদন দিয়েছে। তবে বাইডেন প্রশাসনের প্রস্তাবের বিরুদ্ধে গিয়ে সিদ্ধান্তটি চূড়ান্ত অনুমোদন পাবে কিনা সেটি ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্তজের ওপর নির্ভর করছে। বর্তমান ইসরায়েল সরকার বাইডেন প্রশাসনের সঙ্গে সুসম্পর্ক ধরে রাখার এবং বিভিন্ন রাজনৈতিক সীমাবদ্ধতার মধ্যে ভারসাম্য বজায় রেখে চলার চেষ্টা করছে। 

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ইসরায়েলের সিদ্ধান্তের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেছেন। 

গত মঙ্গলবার যুক্তরাষ্ট্র বলেছে, এটি গভীর উদ্বেগের বিষয়। ইসরায়েলের এই কাজের বিরোধিতা করছে যুক্তরাষ্ট্র। এর ফলে দ্বি-রাষ্ট্র সমাধানের যে চেষ্টা চলছে সেটি বাধাগ্রস্ত হবে এবং ওই অঞ্চলে উত্তেজনা আরও বাড়বে। 

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র বলেই পরিচিত। বরাবরই ইসরায়েলকে সমর্থন দিয়ে এসেছে যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট থাকাকালীন বসতি নির্মাণ প্রকল্পে প্রকাশ্যে নিজের সমর্থন জানিয়েছিলেন। তবে রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন, বাইডেন ক্ষমতায় আসার পর ইসরায়েল ইস্যুতে ক্ষমতাসীন ডেমোক্র্যাট শিবিরে ক্ষোভ বাড়ছিল। সেই চাপ থেকেই বাইডেন প্রশাসন পশ্চিম তীরে বসতি নির্মাণের বিষয়ে ইসরায়েলের বিপক্ষে অবস্থান নিয়েছে। বাইডেন প্রশাসন ধীরে ধীরে পশ্চিম তীর ইস্যুতে অবস্থান বদলাচ্ছে।   

নামাজরত ফিলিস্তিনির ওপর গাড়ি চালিয়ে দিলেন ইসরায়েলি সেনা

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই বড়দিনের আনন্দ খুঁজছে ক্ষুদ্র খ্রিষ্টান সম্প্রদায়

শানলিউরফা: নবীদের যে নগরে মিলেছে তিন ধর্মের মানুষ

৭ অক্টোবরের দায় এড়াতে ফন্দি খোঁজার দায়িত্ব দিয়েছিলেন নেতানিয়াহু: সাবেক মুখপাত্র

মসজিদে নববির মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

ইসরায়েল আর ‘কখনোই গাজা ত্যাগ করবে না’

তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার ‘জাতীয় ঐক্যের সরকারের’ সেনাপ্রধান নিহত

গাজায় ৭৩ দিনে ইসরায়েলি হত্যাকাণ্ডের শিকার ৪১১ ফিলিস্তিনি, যুদ্ধবিরতি লঙ্ঘন ৮৭৫ বার

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের

আসাদের খালি হয়ে যাওয়া কুখ্যাত কারাগারগুলো ভরে উঠছে আবার