হোম > বিশ্ব > ইউরোপ

ইউক্রেনে প্রাণঘাতী নয় এমন অস্ত্র পাঠাবে অস্ট্রেলিয়া

রাশিয়ার ইউক্রেন আক্রমণের পরিপ্রেক্ষিতে ইউক্রেনে সামরিক সহায়তা বাড়াননোর আশ্বাস দিয়েছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন, ইউক্রেনের সেনাদের সাহায্য করতে অস্ত্র পাঠাবে অস্ট্রেলিয়া। তবে অস্ত্রগুলো প্রাণঘাতী নয়। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, রোববার সিডনির এক গির্জায় ইউক্রেনীয়-অস্ট্রেলীয়দের এক অনুষ্ঠানে যোগ দিয়ে স্কট মরিসন এ কথা বলেছেন।

প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন, এই মুহূর্তে ইউক্রেনের জন্য যা করা সঠিক, অস্ট্রেলিয়া তা-ই করবে। অস্ট্রেলিয়া সরকার অব্যাহতভাবে ইউক্রেনের পাশে থাকবে।

এ ছাড়া ন্যাটা, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মাধ্যমে প্রাণঘাতী অস্ত্র পাঠানোর কথাও বলেছেন অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘আমরা আমাদের ন্যাটো অংশীদারদের, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মাধ্যমে প্রাণঘাতী সহায়তা যতটা সম্ভব পাঠানোর চেষ্টা করব।’

এর আগে ইউক্রেনকে সহায়তার জন্য দেড় হাজার আধুনিক অস্ত্র দেওয়ার কথা বলেছে জার্মানি। এসব অস্ত্রের মধ্যে রয়েছে অ্যান্টি-ট্যাংক ওয়েপন ও ‘স্ট্রিঙ্গার’ সারফেস টু এয়ার মিসাইল।

মস্কোতে বিস্ফোরণ, দুই পুলিশ কর্মকর্তাসহ নিহত তিন

ইউক্রেনের পূর্বাঞ্চল থেকে সেনা প্রত্যাহারের ইঙ্গিত জেলেনস্কির

পুতিনের সঙ্গে সিরিয়ার মন্ত্রীদের বৈঠক, আলোচনায় প্রতিরক্ষা সহযোগিতা

ইউক্রেনের আরও এক শহর রাশিয়ার দখলে, মস্কোয় ড্রোন হামলা

ফিলিস্তিনপন্থী প্ল্যাকার্ড হাতে এবার লন্ডনে গ্রেপ্তার গ্রেটা থুনবার্গ

রেড স্কয়ারে কেন গায়ে আগুন দিলেন রুশ প্রতিরক্ষা কারখানার মালিক

ইউক্রেন যুদ্ধ অবসানের আলোচনা প্রকৃত ফলাফলের খুব কাছাকাছি: জেলেনস্কি

মস্কোতে গাড়িবোমা হামলায় রুশ জেনারেল সারভারভ নিহত

পুরো ইউক্রেন দখলের পরিকল্পনা বাদ দেননি পুতিন: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন

৪০০ বছরের ঐতিহ্যে ইতি, আর চিঠি বিলি করবে না ডেনমার্কের পোস্ট অফিস