ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান যুদ্ধে অন্তত ১০০ কোটি ডলারের অস্ত্র পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার মার্কিন কংগ্রেসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ভাষণ দেওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এ ঘোষণা দেন। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ইউক্রেনে যেসব অস্ত্র পাঠাচ্ছে তার মধ্যে রয়েছে ভূমি থেকে আকাশে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এমন জ্যাভলিন ক্ষেপণাস্ত্র ২ হাজার, স্টিংগার ৮০০ এবং ২ কোটি রাউন্ড গোলাবারুদ, সাঁজোয়া যান বিধ্বংসী অস্ত্র ৯ হাজার। এ ছাড়া অন্যান্য অস্ত্রের মধ্যে রয়েছে ড্রোন, রাইফেল, পিস্তল, মেশিনগান, শটগান, রকেট ও গ্রেনেড লাঞ্চার।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ‘যুদ্ধ শুরুর পর যুক্তরাষ্ট্র ইউক্রেনে যে প্রতিরক্ষা সহায়তা দিয়ে আসছে, তার অংশ হিসেবে নতুন করে এসব অস্ত্র পাঠানো হচ্ছে। পুতিন যাতে ইউক্রেন যুদ্ধে কখনোই জয়ী হতে না পারে, তা নিশ্চিত করতেই ইউক্রেনে অস্ত্রসহায়তা দেওয়া হচ্ছে।’
বিবিসি লিখেছে, গতকাল বুধবার মার্কিন কংগ্রেসে ভার্চুয়ালি বক্তব্য দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বক্তব্যে তিনি যুক্তরাষ্ট্রের কাছে আরও সহায়তা কামনা করেন। এরপরই মার্কিন প্রেসিডেন্ট এসব অস্ত্র পাঠানোর ঘোষণা দেন। এ সময় তিনি মিত্র দেশগুলোকেও ইউক্রেনে সহায়তা বাড়ানোর আহ্বান জানান।
জো বাইডেন বলেন, ‘আমরা আমাদের সহায়তা অব্যাহত রাখব। ইউক্রেনে যে অযাচিত যুদ্ধ চলছে, তা বন্ধ করতে যা করতে হয়, তার সব চেষ্টা আমরা করব। এ জন্য আমাদের মিত্র দেশগুলোকেও সহযোগিতা বাড়াতে হবে।’