হোম > বিশ্ব > ইউরোপ

মুসলিম হওয়ার কারণে মন্ত্রিত্ব কেড়ে নেওয়ার অভিযোগ সাবেক ব্রিটিশ মন্ত্রীর

মুসলিম হওয়ার কারণে মন্ত্রিত্ব কেড়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন সাবেক ব্রিটিশ মন্ত্রী নুসরাত ঘানি। ২০২০ সালে তাঁকে মন্ত্রিত্ব থেকে বরখাস্ত করে বরিস জনসনের নেতৃত্বাধীন সরকার। আজ রোববার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

সানডে টাইমসের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, বরখাস্তের কারণ সম্পর্কে জানতে চাইলে ব্রিটিশ সরকারের চিফ হুইপ মার্ক স্পেন্সার সাবেক ব্রিটিশ মন্ত্রী নুসরাত ঘানিকে বলেন, মুসলিম হওয়ার কারণে অন্য সহকর্মীদের মধ্যে অস্বস্তি সৃষ্টি করছে। 

টুইটারে দেওয়া এক বার্তায় ব্রিটিশ সরকারের চিফ হুইপ মার্ক স্পেন্সার অবশ্য অভিযোগ অস্বীকার করে বলেছেন, ‘এই অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা এবং এগুলোকে আমি মানহানিকর বলে মনে করি। আমার নামে যেগুলো বলা হচ্ছে, সেসব কথা আমি কখনোই বলিনি।’

ক্যাবিনেট মন্ত্রী নাদিম জাহাভি বলেছেন, অভিযোগের তদন্ত হওয়া উচিত। 

উল্লেখ্য, নুসরাত ঘানি প্রথম মুসলিম নারী হিসেবে ব্রিটিশ সরকারের মন্ত্রী হন। তিনি পরিবহন বিভাগের দায়িত্বে ছিলেন।

মস্কোতে বিস্ফোরণ, দুই পুলিশ কর্মকর্তাসহ নিহত তিন

ইউক্রেনের পূর্বাঞ্চল থেকে সেনা প্রত্যাহারের ইঙ্গিত জেলেনস্কির

পুতিনের সঙ্গে সিরিয়ার মন্ত্রীদের বৈঠক, আলোচনায় প্রতিরক্ষা সহযোগিতা

ইউক্রেনের আরও এক শহর রাশিয়ার দখলে, মস্কোয় ড্রোন হামলা

ফিলিস্তিনপন্থী প্ল্যাকার্ড হাতে এবার লন্ডনে গ্রেপ্তার গ্রেটা থুনবার্গ

রেড স্কয়ারে কেন গায়ে আগুন দিলেন রুশ প্রতিরক্ষা কারখানার মালিক

ইউক্রেন যুদ্ধ অবসানের আলোচনা প্রকৃত ফলাফলের খুব কাছাকাছি: জেলেনস্কি

মস্কোতে গাড়িবোমা হামলায় রুশ জেনারেল সারভারভ নিহত

পুরো ইউক্রেন দখলের পরিকল্পনা বাদ দেননি পুতিন: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন

৪০০ বছরের ঐতিহ্যে ইতি, আর চিঠি বিলি করবে না ডেনমার্কের পোস্ট অফিস