হোম > বিশ্ব > ইউরোপ

কাশতে কাশতে পুতিন বললেন, করোনা হয়নি 

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে গতকাল সোমবার পার্লামেন্টের নিরাপত্তা কাউন্সিলের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বেশ কয়েকবার কাশি দিতে দেখা গেছে। এমন পরিস্থিতিতে পুতিন নিজেই জানিয়েছেন, তাঁর করোনা হয়নি, ঠান্ডা লেগেছে। 

মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ জানিয়েছেন, পুতিনের ওই বৈঠক টেলিভিশনে সম্প্রচারিত হচ্ছিল। ওই বৈঠকে কাশতে কাশতে পুতিন বলেন, চিন্তা করবেন না। সবকিছু ঠিক আছে। 

রাশিয়ান পার্লামেন্টের উচ্চকক্ষের স্পিকার ভ্যালেন্টিনা মাতভিয়েঙ্কো ওই সময় পুতিনকে থামিয়ে দেন। তিনি বলেন, বৈঠকের সবাই শঙ্কিত। 

এ সময় পুতিন বলেন, `আমি ঠান্ডা বাতাসের মধ্যে বাইরে ছিলাম। আমি জানি আপনারা সবাই ভ্যাকসিন দেওয়া এবং এটি নিতে কেউ ভোলেননি।'

এর আগেও একটি বৈঠকে পুতিনকে কর্মকর্তাদের সঙ্গে কৃষি নিয়ে আলোচনার সময় বেশ কয়েকবার কাশি দিতে দেখা গেছে। 

পুতিন গত সপ্তাহে নিজের ৬৯তম জন্মদিন উদ্‌যাপন করেন। গত মাসে কিছু স্টাফ করোনায় আক্রান্ত হওয়ার পর সেলফ আইসোলেশনে যান পুতিন। দুই সপ্তাহ আইসোলেশনের পর গত ২৯ সেপ্টেম্বর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে প্রথমবারের মতো বৈঠক করেন পুতিন। যদিও করোনা ভাইরাসের বৈশ্বিক মহামারি শুরুর পর থেকে বেশির ভাগ বৈঠক ভিডিও কনফারেন্সে সেরেছে পুতিন। সম্প্রতি রাশিয়ায় আবার করোনার সংক্রমণ বাড়তে শুরু করেছে। এর জন্য রাশিয়ানদের করোনা টিকা না নেওয়ার প্রবণতাকে দুষছেন কর্মকর্তারা। 

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের সামনে উত্তেজনা: শিখ ও হিন্দু বিক্ষোভকারীদের মধ্যে হাতাহাতি

২০২৫ সালের সেরা সিইও কে

এবার ট্রাম্প ও জেলেনস্কির বৈঠক—কী আছে সর্বশেষ ২০ দফা শান্তি প্রস্তাবে

৪০ শতাংশ জার্মান মনে করেন মার্জের সরকার টিকবে না

ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের আগে ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা

এক বছরে ইউক্রেনের ৫ হাজার বর্গকিলোমিটার এলাকা দখলের দাবি রাশিয়ার

রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ক্রিপ্টোমাইনিংয়ে কাজে লাগাতে চান ট্রাম্প: পুতিন

ক্রিসমাসের প্রার্থনায় পুতিনের মৃত্যু চাইলেন জেলেনস্কি

মস্কোতে বিস্ফোরণ, দুই পুলিশ কর্মকর্তাসহ নিহত তিন

ইউক্রেনের পূর্বাঞ্চল থেকে সেনা প্রত্যাহারের ইঙ্গিত জেলেনস্কির