অস্ট্রেলিয়ার তাসমানিয়া রাজ্যে ‘বাউন্সি ক্যাসল’ দুর্ঘটনায় মারা গেছে পাঁচ শিশু। আহত হয়েছে আরও চার শিশু। স্থানীয় পুলিশের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
বাউন্সি ক্যাসল শিশুদের খেলার জন্য বাতাসে ফোলানো এক ধরনের ঘর বিশেষ। সেখান থেকে পড়ে এই মৃত্যু ও হতাহতের ঘটনা ঘটে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, গতকাল বৃহস্পতিবার তাসমানিয়ার ভেডনপোর্টে এক স্কুলের বিনোদন দিনে হঠাৎ দমকা হওয়ায় এই দুর্ঘটনার কবলে পড়ে শিশুরা।
পুলিশ জানিয়েছে, শিশুরা প্রায় ১০ মিটার (৩২ ফুট) থেকে নিচে পড়ে। কর্তৃপক্ষ তাদের বয়স প্রকাশ করেনি। তবে তারা পাঁচ বা ছয় গ্রেডের শিক্ষার্থী হতে পারে। এই চার শিশুর বয়স ১০ থেকে ১২ বছর।
তাসমানিয়ান পুলিশ কমিশনার ড্যারেন হাইন সাংবাদিকদের বলেন, এক দমকা হাওয়ার কারণে বাউন্সি ক্যাসল দুর্ঘটনা ঘটে।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন এই দুর্ঘটনাকে বলেছেন ‘কল্পনাতীতভাবে হৃদয়বিদারক’।
তাসমানিয়া পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে।