হোম > বিশ্ব > এশিয়া

১৪ কোটি রুপিসহ সস্ত্রীক বিএসএফ কর্মকর্তা গ্রেপ্তার

১২৫ কোটি রুপি জালিয়াতি মামলায় ভারতের হরিয়ানা রাজ্য থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের এক কর্মকর্তাকে সস্ত্রীক গ্রেপ্তার করা হয়েছে।  আজ রোববার তাঁদের গ্রেপ্তারের সময় ১৪ কোটি রুপি নগদ অর্থ, এক কোটি রুপির গয়না ও সাতটি বিলাসবহুল গাড়ি জব্দ হয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। 

গ্রেপ্তার ওই বিএসএফ কর্মকর্তার নাম প্রবীণ যাদব। তিনি বিএসএফের ডেপুটি কমান্ড্যান্ট ছিলেন। পুলিশ জানায়, প্রবীণ যাদব পুলিশ কর্মকর্তা থাকাকালীন তাঁর বিরুদ্ধে ১২৫ কোটি রুপির জালিয়াতি মামলা করা হয়। ওই মামলায় প্রবীণ যাদবকে স্ত্রী, বোন ও এক সহযোগীসহ গ্রেপ্তার করা হয়।

পুলিশ আরও জানায়, একসময় গুরগাঁও জেলায় মানেসারে অবস্থিত ন্যাশনাল সিকিউরিটি গার্ডের (এনএসজি)  হেডকোয়ার্টারে কর্মরত ছিলেন প্রবীণ। এনএসজি হেডকোয়ার্টারের নির্মাণকাজের চুক্তি পাইয়ে দেওয়ার নামে বিভিন্ন লোকের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেন প্রবীণ যাদব। তিনি এনএসজির নামে একটি ভুয়া অ্যাকাউন্ট তৈরি করে রুপিগুলো সেখানে রাখতেন। প্রবীণের বোন ঋতুই এই অ্যাকাউন্ট খুলেছিলেন। 

গুরগাঁও পুলিশের অপরাধ বিভাগের এসিপি প্রিত পাল সিং বলেন, প্রবীণ যাদব স্টক মার্কেটে ৬০ লাখ রুপির ক্ষতির সম্মুখীন হয়েছেন । পরে তিনি প্রতারণা করে টাকা পুনরুদ্ধারের পরিকল্পনা করেছিলেন।

পুলিশ জানায়, যাদব সম্প্রতি আগরতলায় পোস্টিং পেয়েছিলেন।  কিন্তু তিনি মানুষকে প্রতারণা করে এত সম্পদ অর্জন করেছিলেন যে কয়েক দিন আগে তিনি পদ থেকে পদত্যাগ করেছেন।

জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টাকে প্রতিহতের ঘোষণা উত্তর কোরিয়ার

তাইওয়ানে মেট্রো স্টেশনে স্মোক বোমা ছুড়ে ছুরি হামলা, নিহত ৩

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের

জান্তার কাছে এবার মায়ের বেঁচে থাকার প্রমাণ চাইলেন সু চিপুত্র

বন্ডাই বিচে হামলাকারীকে থামাতে গিয়ে প্রাণ হারান এক বৃদ্ধ দম্পতিও!