হোম > বিশ্ব > এশিয়া

শিগগিরই পাবলিক বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে: তালেবান 

আফগানিস্তানের সব পাবলিক বিশ্ববিদ্যালয় শিগগির খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির ক্ষমতাসীন তালেবান সরকার। গতকাল বৃহস্পতিবার তারা এমনটি জানিয়েছে। ভারতীয় বার্তা সংস্থা এএনআইয়ের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। 

আফগান সংবাদমাধ্যম টিওএলও নিউজ জানিয়েছে, দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার বিষয়ে এ তথ্য দিয়েছেন তালেবান সরকারের উচ্চ শিক্ষামন্ত্রী আবদুল বাকি হাক্কানি। গত আগস্ট মাসে তালেবান আফগানিস্তানের দখলে নেওয়ার পর তাঁকে এই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। 

আব্দুল বাকি হাক্কানি বলেন, পরিকল্পনা অনুযায়ী প্রস্তুতি সম্পন্নের কাজ চলছে এবং ইসলামিক আমিরাতের সব বিশ্ববিদ্যালয় শিগগির খুলে দেওয়া হবে। এরপর শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে। 

টিওএলও নিউজের প্রতিবেদনে বলা হয়, গত আগস্ট মাসে তালেবানের ক্ষমতাগ্রহণের পর আফগানিস্তানের সব বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যায়। তবে এর কিছুদিন পরই দেশটির বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো পুনরায় চালু হয়। তালেবান সরকারের সঙ্গে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ইউনিয়নের একটি চুক্তির পর সেগুলো কার্যক্রম শুরু করেছিল। 

তবে ক্ষমতা গ্রহণের পর প্রায় দুই মাস পার হতে চললেও বিশ্ববিদ্যালয় খুলে দেওয়াসহ শিক্ষা কার্যক্রম এখনো পুরোপুরি শুরু করতে পারেনি তালেবান। এটি নিয়ে দেশের মধ্যে সমালোচনাও হচ্ছে। 

কাবুল বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র অমিদ মৌলভি জাদা বলছেন, `আমরা দেখছি যে তালেবান বিশ্ববিদ্যালয় খোলার প্রস্তুতির পরিকল্পনা নিয়ে কাজ করছে। কিন্তু এক মাসেরও বেশি সময় অতিবাহিত হলেও এখনো কোনো পরিকল্পনাই চূড়ান্ত হয়নি।' 

এদিকে আজ শুক্রবার নারীদের জন্য স্কুল ও কলেজ বন্ধ করার প্রতিবাদে কাবুলে বিক্ষোভ প্রদর্শন করেছেন নারীরা। কাবুলের শিক্ষকেরা বলছেন, স্কুল ওো বিশ্ববিদ্যালয় বন্ধ করায় আফগানিস্তানের শিক্ষাব্যবস্থায় বড় ক্ষতি হতে পারে। 

থাই-কম্বোডিয়া সীমান্তে গুঁড়িয়ে দেওয়া হলো বিষ্ণু মূর্তি, নিন্দা জানাল ভারত

নাগরিকত্বের জন্য বসবাসের শর্ত দ্বিগুণ করল জাপান

জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টাকে প্রতিহতের ঘোষণা উত্তর কোরিয়ার

তাইওয়ানে মেট্রো স্টেশনে স্মোক বোমা ছুড়ে ছুরি হামলা, নিহত ৩

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের