হোম > বিশ্ব > এশিয়া

ইমরান খানের দলের নেতৃত্বে থাকা কোরেশিও গ্রেপ্তার

ইমরান খান জেলে যাওয়ার পর তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতৃত্ব দিচ্ছিলেন শাহ মেহমুদ কোরেশি। কিন্তু শেষ পর্যন্ত তাঁকেও আটক করেছে দেশটির পুলিশ। 

শনিবার রাজধানী ইসলামাবাদ থেকে কোরেশিকে আটক করা হয়েছে বলে দাবি করেছে পিটিআই। দলের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘পিটিআইয়ের ভাইস চেয়ারম্যান শাহ মেহমুদ কোরেশিকে আরও একবার অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে।’

আরও জানানো হয়, গ্রেপ্তারের পর কোরেশিকে দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থার (এফআইএ) সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়েছে। এই সংস্থাটিই বর্তমানে কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে একটি কূটনৈতিক চিপ সরিয়ে ফেলার অভিযোগে জিজ্ঞাসাবাদ করছে। 

পিটিআইয়ের সাধারণ সম্পাদক ওমর আইয়ুব জানান, একটি সংবাদ সম্মেলন শেষ করে বাড়ি ফেরা মাত্রই কোরেশিকে তুলে নিয়ে যাওয়া হয়। সংবাদ সম্মেলনে সম্প্রতি বিদেশি কূটনীতিকদের সঙ্গে দেখা করেছিলেন বলে বক্তব্য দিয়েছিলেন কোরেশি। 

ওমর বলেন, ‘আশা করেছিলাম, ফ্যাসিবাদী পিডিএম সরকারের বিদায়ের পর অনাচারের রাজত্বের অবসান হবে। কিন্তু দেখা যাচ্ছে এই তত্ত্বাবধায়ক সরকার তাদের পূর্বসূরি ফ্যাসিবাদী সরকারের রেকর্ড ভাঙতে চায়।’

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের

জান্তার কাছে এবার মায়ের বেঁচে থাকার প্রমাণ চাইলেন সু চিপুত্র

বন্ডাই বিচে হামলাকারীকে থামাতে গিয়ে প্রাণ হারান এক বৃদ্ধ দম্পতিও!

পাকিস্তানি বলে গুঞ্জন—বন্ডাই বিচের হামলাকারীরা আসলে ভারতীয়

বন্ডাই বিচ ট্র্যাজেডি: ভারত ও অস্ট্রেলিয়ার পাসপোর্টে ফিলিপাইনে গিয়েছিল হামলাকারী বাবা-ছেলে

বন্ডাই বিচের ঘটনায় বদলে যেতে পারে অস্ট্রেলিয়ার অস্ত্র-আইন

যাবজ্জীবন কারাদণ্ডের মুখে ধনকুবের থেকে গণতন্ত্রপন্থী আন্দোলনের মুখ জিমি লাই