হোম > বিশ্ব > এশিয়া

অভিযোগ ছাড়াই ৬০০ ফিলিস্তিনিকে বন্দী রেখেছে ইসরায়েল

ইসরায়েল প্রায় ৬০০ ফিলিস্তিনি বন্দীকে কোনো অভিযোগ বা বিচার ছাড়াই আটকে রেখেছে। ইসরায়েলি একটি মানবাধিকার সংস্থা জানিয়েছে, এ সংখ্যাটি ২০১৬ সালের পর থেকে সর্বোচ্চ। কাতার ভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

ইসরায়েলি মানবাধিকার সংস্থা হামোকেদ গতকাল সোমবার জানিয়েছে, এ বছরের মে মাস পর্যন্ত ৬০৪ জন ফিলিস্তিনিকে ‘প্রশাসনিক বন্দী’ হিসেবে আটকে রেখেছে। তথাকথিত প্রশাসনিক এই বন্দীদের গোপন প্রমাণের ভিত্তিতে আটকের কথা বলা হলেও তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। এমনকি তাদেরকে আদালতে আত্মপক্ষ সমর্থনেরও সুযোগ দেওয়া হয় না। বছরের পর বছর ধরে তারা বন্দী অবস্থায় আছে। 

ইসরায়েল জানিয়েছে, তাদের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ সংগ্রহ অব্যাহত রয়েছে। তারা যে পদ্ধতিতে তাদের আটক রেখেছে তা সন্দেহভাজনদের এভাবে আটক রাখার অনুমতি দেয়। তবে মানবাধিকার সংস্থাগুলো বলছে, ইসরায়েলের এই সন্দেহভাজন আটক পদ্ধতি অত্যন্ত সমালোচিত। 

হামোকেদ জানিয়েছে, সামরিক আদালতে দোষী সাব্যস্ত হওয়ার পর বর্তমানে ২ হাজার ৪৪১ ফিলিস্তিনি সাজা ভোগ করছেন। আরও ১ হাজার ৪৭৮ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক রাখা হয়েছে, যারা বিচারের অপেক্ষায় রয়েছে বা যাদের বিচারকার্য চলমান রয়েছে। 

আল-জাজিরা জানিয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে সর্বশেষ পরিসংখ্যান সম্পর্কে মন্তব্য করার অনুরোধে সারা দেয়নি। 

বন্ডাই বিচে হামলাকারীকে থামাতে গিয়ে প্রাণ হারান এক বৃদ্ধ দম্পতিও!

পাকিস্তানি বলে গুঞ্জন—বন্ডাই বিচের হামলাকারীরা আসলে ভারতীয়

বন্ডাই বিচ ট্র্যাজেডি: ভারত ও অস্ট্রেলিয়ার পাসপোর্টে ফিলিপাইনে গিয়েছিল হামলাকারী বাবা-ছেলে

বন্ডাই বিচের ঘটনায় বদলে যেতে পারে অস্ট্রেলিয়ার অস্ত্র-আইন

যাবজ্জীবন কারাদণ্ডের মুখে ধনকুবের থেকে গণতন্ত্রপন্থী আন্দোলনের মুখ জিমি লাই

ফুল, প্রশংসা আর ডলারে ভাসছেন বন্ডাই বিচের ‘নায়ক’ আল-আহমেদ

খালি হাতে বন্দুকধারীকে ঠেকিয়ে নায়ক বনে যাওয়া কে এই আল-আহমেদ

অং সান সু চি হয়তো মারা গেছে, আশঙ্কা ছেলের

ফলের দোকানদার ও বেকার ছেলে: অস্ট্রেলিয়ার সৈকতে হামলাকারী সম্পর্কে যা জানা গেল

অস্ট্রেলিয়ার বন্ডাই বিচে হামলায় নিহত বেড়ে ১৫, আহত ৪০ জনেরও বেশি