হোম > বিশ্ব > এশিয়া

আশরাফ গনিকে গ্রেপ্তারের দাবি আফগান দূতাবাসের

দেশের সম্পত্তি চুরির অভিযোগে আফগানিস্তানের সদ্য সাবেক প্রেসিডেন্ট আশরাফ গনিকে গ্রেফতার করা উচিত ইন্টারপোলের। আজ বুধবার এমনই দাবি জানাল তাজিকিস্তানের আফগান দূতাবাস। একই সঙ্গে আফগানিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হামদুল্লা মোহিব, এবং গনির প্রাক্তন মুখ্য উপদেষ্টা ফাজেল মাহমুদকেও গ্রেপ্তারের দাবি জানানো হইয়েছে। আফগান দূতাবাসের দাবি, আন্তর্জাতিক আদালতের হাতে দেশের মানুষের এই সম্পত্তি তুলে দেওয়া উচিত গনির।

গত রোববার তালেবান কাবুল দখল করার পরই আফগানিস্তান ছেড়ে পালান গনি। পালানোর সময় টাকা ভর্তি চারটি গাড়ি এবং একটি হেলিকপ্টার সঙ্গে নিয়ে গিয়েছেন তিনি। এর পরই খবর ছড়ায় ওমানে আশ্রয় চেয়েছিলেন গনি। কিন্তু তারা আশ্রয় দিতে অস্বীকার করায় তাজিকিস্তানে গিয়েছেন আফগান প্রেসিডেন্ট। আফগানিস্তানের স্থানীয় সংবাদমাধ্যমগুলিও দাবি করেছে, তাজিকিস্তান অথবা উজবেকিস্তানে আশ্রয় নিয়ে থাকতে পারেন গনি। তবে তিনি আসলে কোথায় রয়েছেন তা নিয়ে রহস্য থেকেই গিয়েছে। সূত্রের বরাতে বুধবার প্রকাশিত বিবিসি জানিয়েছে, আশরাফ গনিকে সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবিতে দেখা গেছে। তবে এই তথ্যও বিবিসি যাচাই করে নিশ্চিত হতে পারেনি।

এমন একটা পরিস্থিতিতে দেশ ছেড়ে পালানোয় বিশ্ব জুড়ে রাষ্ট্রনেতাদের সমালোচনা মুখে পড়তে হচ্ছে গনিকে। তবে গনি দাবি করেছেন, দেশের রক্তপাত এড়াতেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

দক্ষিণ কোরিয়ায় ইংরেজি পরীক্ষা নিয়ে এত হইচই কেন

লোকলজ্জার ভয় ও মার্কিন অর্থায়ন হ্রাস, পাপুয়া নিউগিনিতে এইচআইভি এখন ‘জাতীয় সংকট’

হাসপাতালে মিয়ানমার জান্তার বিমান হামলা, নিহত অন্তত ৩০

স্কুলে মোবাইল নিষিদ্ধের এক বছর পর কী ফল পেল নিউজিল্যান্ড

আফগানিস্তানে ‘পিকি ব্লাইন্ডার্স’ চরিত্র সাজায় চার যুবককে গ্রেপ্তার

জাপানকে ঘিরে চীনা-রুশ যুদ্ধবিমানের চক্কর—অভিযোগ টোকিওর

ইন্দোনেশিয়ায় ড্রোন সরবরাহ প্রতিষ্ঠানের কার্যালয়ে আগুন, নিহত ২০

থাইল্যান্ড–কম্বোডিয়া সীমান্তে নতুন করে ছড়িয়ে পড়েছে সংঘাত, নিহত ৭

৭.৬ মাত্রার ভূমিকম্পে জাপানে আহত ৩০, সরিয়ে নেওয়া হয়েছে হাজারো মানুষকে

অস্ট্রেলিয়ায় তরুণীকে হত্যার পর ৪ বছর ভারতে লুকিয়ে ছিলেন ঘাতক