আফগানিস্তানের রাজধানী কাবুলে আর মাত্র ৩০০ আমেরিকান রয়েছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। মার্কিন সম্প্রচারমাধ্যম এবিসিকে তিনি এমনটি জানিয়েছেন।
ব্লিঙ্কেন বলেন, কাবুলে ৩ শতাধিক মানুষের মত আমেরিকান রয়েছে। তাঁদেরকে উদ্ধার করে আনার জন্য দিনরাত কাজ করে যাচ্ছি আমরা।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, কিছু আমেরিকান ৩১ আগস্টের পরেও আফগানিস্তানে থেকে যেতে চান। তবে তাঁরা সেখানে আটকা থাকবে না। তাঁদেরকে উদ্ধার করার জন্য উপায় জানা আছে যুক্তরাষ্ট্রের।