হোম > বিশ্ব > এশিয়া

সাংহাইতে করোনায় আরও ১২ জনের মৃত্যু 

চীনের সাংহাই শহরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। আজ শনিবার স্থানীয় সরকারের বরাত দিয়ে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

এদিকে টানা কঠোর লকডাউন ও অনলাইনে সেন্সরশিপের কারণে স্থানীয় বাসিন্দাদের মধ্যে হতাশা বাড়ছে। 

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গতকাল শুক্রবার শহরটিতে ২০ হাজার ৬৩৪ জন উপসর্গহীন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এর আগের দিন, অর্থাৎ বৃহস্পতিবার সাংহাইতে ১৫ হাজার ৬৯৮ জন উপসর্গহীন করোনা রোগী শনাক্ত করা হয়। এ ছাড়া গতকাল শুক্রবার সাংহাইতে উপসর্গ রয়েছে এমন ২ হাজার ৭৩৬ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এর আগের দিন এই সংখ্যা ছিল ১ হাজার ৯৩১। 

সাংহাই সরকারের পক্ষ থেকে বলা হয়, যাঁরা মারা গেছেন তাঁদের গড় বয়স ৮৮। মৃত্যুর কারণ অন্তর্নিহিত রোগ। মৃতদের কেউই করোনার টিকা নেননি। 

সাংহাইয়ে করোনার সংক্রমণ পর্যবেক্ষণ করছেন অস্ট্রেলিয়ার কার্টিন ইউনিভার্সিটির জনস্বাস্থ্য বিশেষজ্ঞ জয়া দান্তাস। তিনি রয়টার্সকে বলেন, একটি কৌশল অবিলম্বে বাস্তবায়নের প্রয়োজন, তা হলো বয়স্ক এবং অন্যান্য দুর্বল গোষ্ঠীর জন্য বুস্টার ভ্যাকসিনেশন ডোজের হার বৃদ্ধি করা। পাশাপাশি এখানে এমআরএনএ প্রযুক্তির টিকা ব্যবহার করে দেখা যেতে পারে। 

চীন এখনো এমআরএনএ প্রযুক্তির টিকা তৈরি করেনি। এ ছাড়া দেশটি এখন পর্যন্ত বিদেশ থেকে কোনো টিকাও আমদানি করেনি।

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের

জান্তার কাছে এবার মায়ের বেঁচে থাকার প্রমাণ চাইলেন সু চিপুত্র

বন্ডাই বিচে হামলাকারীকে থামাতে গিয়ে প্রাণ হারান এক বৃদ্ধ দম্পতিও!

পাকিস্তানি বলে গুঞ্জন—বন্ডাই বিচের হামলাকারীরা আসলে ভারতীয়

বন্ডাই বিচ ট্র্যাজেডি: ভারত ও অস্ট্রেলিয়ার পাসপোর্টে ফিলিপাইনে গিয়েছিল হামলাকারী বাবা-ছেলে

বন্ডাই বিচের ঘটনায় বদলে যেতে পারে অস্ট্রেলিয়ার অস্ত্র-আইন

যাবজ্জীবন কারাদণ্ডের মুখে ধনকুবের থেকে গণতন্ত্রপন্থী আন্দোলনের মুখ জিমি লাই