হোম > বিশ্ব > এশিয়া

আফগানিস্তান ছাড়ল মার্কিন সেনারা, তালেবানের বিজয় উল্লাস

২০০১ সালের ১১ সেপ্টেম্বর টুইন টাওয়ারে আল-কায়েদার হামলার পর আফগানিস্তানে অভিযান শুরু করে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক বাহিনী। ২০০১ থেকে ২০২১ মাঝে কেটে গেছে ২০ বছর। ২০ বছর পর অবশেষে আফগানিস্তান থেকে সম্পূর্ণভাবে মার্কিন সেনাদের সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। 

বিবিসি জানিয়েছে, মার্কিন সেনাদের বহন করা শেষ ফ্লাইটটি গতকাল সোমবার মধ্যরাতে কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। মার্কিন সেনারা চূড়ান্তভাবে আফগানিস্তানের মাটি ছেড়ে সরে যাওয়ায় কাবুলের রাস্তায় বিজয় উদ্যাপন করেছে তালেবান। কাবুলের রাস্তায় রাস্তায় আজ মঙ্গলবার সকাল থেকেই আকাশের দিকে ফাঁকা গুলি ছুড়ে ও গাড়ির হর্ন বাজিয়ে বিজয় উল্লাস করছে তালেবান সমর্থকেরা। 

তালেবানের এক প্রতিনিধি জবিহুল্লাহ মুজাহিদ বলেন, ‘আফগানিস্তান পূর্ণ স্বাধীনতা অর্জন করেছে।’ তালেবানের আরেক জ্যেষ্ঠ কর্মকর্তা আনাস হাক্কানি বলেন, ‘এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে পেরে গর্বিত।’ 

এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, মার্কিন সামরিক বাহিনীর জেনারেল কেনেথ ম্যাকেঞ্জি বলেছেন, ‘আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার সম্পন্ন হয়েছে। এই ঘোষণা দিতে আমি এখানে উপস্থিত হয়েছি।’ 

প্রসঙ্গত, গত এপ্রিলে আফগানিস্তান ছাড়ার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এরপর থেকেই আফগানিস্তানের ক্ষমতা দখলে নিতে শুরু করে তালেবান। অবশেষে গত ১৫ আগস্ট আশরাফ গনির সরকারকে হটিয়ে আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালেবান। এর আগে তালেবান ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত আফগানিস্তানের ক্ষমতায় ছিল। যুক্তরাষ্ট্র চূড়ান্তভাবে আফগানিস্তান ছেড়ে চলে যাওয়ায় তালেবান ২০ বছর পর ফের আফগানিস্তানের নিয়ন্ত্রণ পেল। 

জাপানে তুষারপাতে পিচ্ছিল রাস্তায় ৫০টি গাড়ির সংঘর্ষ, নিহত ২

রক্তক্ষয়ী সংঘর্ষের পর দ্বিতীয়বার যুদ্ধবিরতিতে থাইল্যান্ড-কম্বোডিয়া

নাজিব রাজাকের ১৫ বছরের কারাদণ্ড, জটিল সমীকরণে মালয়েশিয়ার সরকার

৫৪ কোটি ডলার পাচার: ক্ষমতার অপব্যবহারে দোষী সাব্যস্ত মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী

চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই রেকর্ড প্রতিরক্ষা বাজেট অনুমোদন করল জাপান

থাই-কম্বোডিয়া সীমান্তে গুঁড়িয়ে দেওয়া হলো বিষ্ণু মূর্তি, নিন্দা জানাল ভারত

নাগরিকত্বের জন্য বসবাসের শর্ত দ্বিগুণ করল জাপান

জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টাকে প্রতিহতের ঘোষণা উত্তর কোরিয়ার

তাইওয়ানে মেট্রো স্টেশনে স্মোক বোমা ছুড়ে ছুরি হামলা, নিহত ৩

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি