শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে তাঁর বড় ভাই মাহিন্দা রাজাপক্ষেকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দিতে রাজি আছেন এমন ইঙ্গিত দিয়েছেন শ্রীলঙ্কার রাজনৈতিক নেতারা। একজন শীর্ষস্থানীয় নেতার বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা।
শ্রীলঙ্কার স্থানীয় গণমাধ্যম গতকাল শুক্রবার মাইথ্রিপালা সিরিসেনাকে উদ্ধৃত করে জানিয়েছে, বর্তমান মন্ত্রিসভা ভেঙে দিয়ে নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দিয়ে একটি সর্বদলীয় সরকার গঠন করতে ইচ্ছুক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। এ জন্য অন্য দলগুলোর সঙ্গে আলোচনা করতে চান তিনি। তবে কবে তিনি আলোচনায় বসবেন, সে ব্যাপারে বিস্তারিত কিছু বলেননি মাইথ্রিপালা।
মাইথ্রিপালা সিরিসেনার দল শ্রীলঙ্কা ফ্রিডম পার্টি একসময় ক্ষমতাসীন দলের অংশ ছিল। তবে গোতাবায়ার বিভিন্ন নীতিমালার প্রতিবাদে ক্ষমতাসীন জোট থেকে দলটি একসময় বের হয়ে যায়।
আগামী ৪ মে শ্রীলঙ্কার পার্লামেন্ট অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে। এর আগে প্রধানমন্ত্রীকে উৎখাত করতে চান বিরোধীরা। বিরোধী দলগুলোর দাবি, অনাস্থা ভোটের মাধ্যমে প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষেকে উৎখাত করার জন্য যথেষ্ট সমর্থন তাদের পক্ষে রয়েছে।
জ্বালানি তেলসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, বিদ্যুৎবিভ্রাট, অর্থনৈতিক ধস ইত্যাদি কারণে শ্রীলঙ্কার সাধারণ মানুষ এপ্রিলের শুরু থেকে ব্যাপক বিক্ষোভে রাস্তায় নেমে আসে। তারা প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী দুজনেরই পদত্যাগ দাবি করে। কিন্তু প্রেসিডেন্ট গোতাবায়া নিজে পদত্যাগ না করে বড় ভাই প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষেকে পদত্যাগে বাধ্য করতে চাইছেন।