হোম > বিশ্ব > এশিয়া

কিমের মেয়ের নামে নাম নয়!

জু আয়ে। বয়স দশের কাছাকাছি হবে। জু আয়ের শাসক বাবা চান, দেশে ‘জু আয়ে’ নামে থাকবে একজনই। পুরো দেশের মধ্যে তাঁর আদরের মেয়ের নামে আর কেউ থাকবে না। যারা আগে থেকেই এ নামে পরিচিত তাদের সবাইকে পরিবর্তন করে নিতে হবে নিজের নামটি। এমনই কঠোর আদেশ নেতা বাবার। না, কোনো রূপকথার গল্প নয় এটি।

উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন ও তাঁর মেয়ে জু আয়ের কথা বলা হচ্ছিল।

এ-সংক্রান্ত নতুন এক আদেশ জারি করেছেন কিম জং-উন। তাতে জানানো হয়েছে, তাঁর মেয়ের নামে যেন দেশের কোনো মেয়ের নাম না হয়। যদি কারও আগে থেকে একই নাম থেকেও থাকে তবে তা অবিলম্বে বদলে ফেলতে হবে। কারণ, আদরের মেয়ের প্রতি এটাই কিমের ভালোবাসার প্রকাশ। কিমের মেয়ের নাম এখন ‘সর্বোচ্চ মর্যাদার’ ব্যক্তিদের জন্য সংরক্ষিত হয়েছে।

স্থানীয় একটি সূত্র জানায়, ইতিমধ্যে প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, দেশের যে মেয়েদের নাম জু আয়ে, তারা যেন দ্রুত তাদের নাম বদলে ফেলে। আগামী এক সপ্তাহের মধ্যে নাম বদলে ফেলতে হবে। নতুন করে যেকোনো নাম জুড়ে নিয়ে নিজেদের জন্মনিবন্ধন পরিবর্তন করছে অনেকেই। কিম জং উনের তিন সন্তান রয়েছে। তাদের মধ্যে কেবল জু আয়েকেই প্রকাশ্যে দেখা গেছে। তাকে প্রথমবার দেখা যায় গত বছরের নভেম্বর মাসে। ২০১৪ সালে নিজের নামের বিষয়ে একই ধরনের ফরমান জারি করেছিলেন কিম।  

এনডিটিভি

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের

জান্তার কাছে এবার মায়ের বেঁচে থাকার প্রমাণ চাইলেন সু চিপুত্র

বন্ডাই বিচে হামলাকারীকে থামাতে গিয়ে প্রাণ হারান এক বৃদ্ধ দম্পতিও!

পাকিস্তানি বলে গুঞ্জন—বন্ডাই বিচের হামলাকারীরা আসলে ভারতীয়

বন্ডাই বিচ ট্র্যাজেডি: ভারত ও অস্ট্রেলিয়ার পাসপোর্টে ফিলিপাইনে গিয়েছিল হামলাকারী বাবা-ছেলে