হোম > বিশ্ব > এশিয়া

শতাধিক নাবিক নিয়ে ডুবল থাই নৌবাহিনীর যুদ্ধজাহাজ, নিখোঁজ ২৮ 

শতাধিক নাবিক নিয়ে থাইল্যান্ড উপসাগরে ডুবে গেছে দেশটির নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ। এতে অন্তত ২৮ জন নিখোঁজ রয়েছে। রোববার রাতে ঝড়ের কবলে পড়ে এই জাহাজডুবির ঘটনা ঘটে। 

বিবিসির খবরে বলা হয়, এইচটিএমএএস সুখোতাই নামের জাহাজটি ডুবে যাওয়ার পর সোমবার পর্যন্ত ২৮ জন নাবিক নিখোঁজ আছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে তিনজন ক্রু সদস্যের অবস্থা আশঙ্কাজনক। 

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, রোববার রাতে ব্যাংককের দক্ষিণে প্রেচুয়াপ খিরি খান প্রদেশের উপকূল থেকে প্রায় ২০ নটিক্যাল মাইল দূরে এইচটিএমএস সুখোথাই যুদ্ধজাহাজের ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়। এ সময়  জাহাজটিতে পানি ঢোকার পর এর পাটাতন ডুবে যায়। এর পর জাহাজটির বিদ্যুৎ নিয়ন্ত্রণ কক্ষে শর্টসার্কিট হয়। 

বিদ্যুৎ চলে যাওয়ার পরও ক্রুরা নিয়ন্ত্রণ ধরে রাখার প্রাণপন চেষ্টা করেন কিন্তু জাহাজটি একপাশে কাত হয়ে স্থানীয় সময় রাত প্রায় সাড়ে ১১টা নাগাদ ডুবে যায়।  

জাহাজডুবির বেশ কিছু ছবি থাই নৌবাহিনীর অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে পোস্ট করা হয়। এতে জাহাজটি ডুবে যাওয়ার সময়ের এবং উদ্ধার অভিযানের চিত্র দেখা যায়। 

এদিকে ঘটনাস্থলে উদ্ধার অভিযানে কাজ করছে তিনটি নৌ জাহাজ ও হেলিকপ্টার। থাই নৌবাহিনী জানিয়েছে, সুখোতাই জাহাজে থাকা ১০৬ জন নাবিকের মধ্যে ৭৮ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। আর নিখোঁজ ২৮ জনকে উদ্ধারের চেষ্টা চলছে।  

নিখোঁজ নাবিকদের সন্ধান পাওয়া গেছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। সোমবার সকালে দেওয়া বিবৃতিতে থাই নৌবাহিনীটি জানায়, ‘নিখোঁজরা এখনও পানিতেই আছেন।’ সমস্ত ক্রুকে খুঁজে পেতে রাতভর তল্লাশি অব্যাহত ছিল বলেও জানিয়েছে তাঁরা।

বন্ডি বিচে সন্ত্রাসী হামলায় শনাক্ত কে এই নাভিদ আকরাম

অস্ট্রেলিয়ায় সমুদ্রসৈকতে ইহুদিদের হানুক্কা উৎসবে গুলি, নিহত অন্তত ১০

থাইল্যান্ডের সঙ্গে সীমান্ত বন্ধ করল কম্বোডিয়া

ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরও থাইল্যান্ড-কম্বোডিয়া সংঘর্ষ চলছে

দক্ষিণ কোরিয়ায় ইংরেজি পরীক্ষা নিয়ে এত হইচই কেন

লোকলজ্জার ভয় ও মার্কিন অর্থায়ন হ্রাস, পাপুয়া নিউগিনিতে এইচআইভি এখন ‘জাতীয় সংকট’

হাসপাতালে মিয়ানমার জান্তার বিমান হামলা, নিহত অন্তত ৩০

স্কুলে মোবাইল নিষিদ্ধের এক বছর পর কী ফল পেল নিউজিল্যান্ড

আফগানিস্তানে ‘পিকি ব্লাইন্ডার্স’ চরিত্র সাজায় চার যুবককে গ্রেপ্তার

জাপানকে ঘিরে চীনা-রুশ যুদ্ধবিমানের চক্কর—অভিযোগ টোকিওর