হোম > বিশ্ব > এশিয়া

দুই সপ্তাহে ষষ্ঠবারের মতো ক্ষেপণাস্ত্র ছুড়ল পিয়ংইয়ং

নতুন করে আরও দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। বৃহস্পতিবার (৬ অক্টোবর) জাপান সাগর অভিমুখে ক্ষেপণাস্ত্র দুটি উৎক্ষেপণ করা হয়। এ নিয়ে দুই সপ্তাহেরও কম সময়ে ষষ্ঠবারের মতো ক্ষেপণাস্ত্র ছুড়ল পিয়ংইয়ং। 

বিবিসির প্রতিবেদনে জানা যায়, পিয়ংইয়ংয়ের দুটি স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার বিষয়টি নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়া ও জাপান। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, আজ প্রথম ক্ষেপণাস্ত্রটি স্থানীয় সময় সকাল ৬টার দিকে ছোড়া হয়। এটি প্রায় ৩৫০ কিলোমিটার অতিক্রম করে। আর দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটির রেঞ্জ ছিল ৮০০ কিলোমিটার। 

এর আগে মঙ্গলবার (৪ অক্টোবর) সকালে জাপানের ওপর দিয়ে ক্ষেপণাস্ত্র ছুড়েছিল উত্তর কোরিয়া। নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রটি জাপানের ভূখণ্ডের ওপর দিয়ে উড়ে গিয়ে প্রশান্ত মহাসাগরে পড়ে। এর মধ্য দিয়ে ২০১৭ সালের পর প্রথমবারের মতো জাপানের ওপর দিয়ে উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অতিক্রম করে। 

জাপানের ওপর দিয়ে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ছোড়ার ঘটনায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকে যুক্তরাষ্ট্র। এ ছাড়া পিয়ংইয়ংয়ের ক্ষেপণাস্ত্রের জবাবে পাল্টা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বুধবার (৫ অক্টোবর) জাপান সাগর নামে পরিচিত পূর্ব সাগরে চারটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে দেশ দুটি। 

ব্যালিস্টিক ও পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালানোর ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা সত্ত্বেও একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া। গেল সপ্তাহে চার দফায় পরীক্ষামূলকভাবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে দেশটি। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার জেরেই পিয়ংইয়ং এমন পদক্ষেপ নিচ্ছে বলে ধারণা করা হচ্ছে। 

বন্ডাই বিচে হামলাকারীকে থামাতে গিয়ে প্রাণ হারান এক বৃদ্ধ দম্পতিও!

পাকিস্তানি বলে গুঞ্জন—বন্ডাই বিচের হামলাকারীরা আসলে ভারতীয়

বন্ডাই বিচ ট্র্যাজেডি: ভারত ও অস্ট্রেলিয়ার পাসপোর্টে ফিলিপাইনে গিয়েছিল হামলাকারী বাবা-ছেলে

বন্ডাই বিচের ঘটনায় বদলে যেতে পারে অস্ট্রেলিয়ার অস্ত্র-আইন

যাবজ্জীবন কারাদণ্ডের মুখে ধনকুবের থেকে গণতন্ত্রপন্থী আন্দোলনের মুখ জিমি লাই

ফুল, প্রশংসা আর ডলারে ভাসছেন বন্ডাই বিচের ‘নায়ক’ আল-আহমেদ

খালি হাতে বন্দুকধারীকে ঠেকিয়ে নায়ক বনে যাওয়া কে এই আল-আহমেদ

অং সান সু চি হয়তো মারা গেছে, আশঙ্কা ছেলের

ফলের দোকানদার ও বেকার ছেলে: অস্ট্রেলিয়ার সৈকতে হামলাকারী সম্পর্কে যা জানা গেল

অস্ট্রেলিয়ার বন্ডাই বিচে হামলায় নিহত বেড়ে ১৫, আহত ৪০ জনেরও বেশি