হোম > বিশ্ব > এশিয়া

জি-৭ সম্মেলনে আরও ৮ আসন, কারা বসছেন সেখানে

জাপানে শুরু হয়েছে বিশ্বের সাত বৃহৎ অর্থনৈতিক দেশের জোট জি-৭ শীর্ষ সম্মেলন। শুক্রবার (১৯ মে) হিরোশিমায় তিন দিনের এই সম্মেলন শুরু হয়। এবার জোটের সদস্য দেশের বাইরে আমন্ত্রণ পেয়েছে আরও আটটি দেশ। ফলে বিশ্বের ১৫টি দেশের নেতারা এই সম্মেলনে অংশ নিচ্ছেন।

জি-৭ জোটের সদস্য দেশ হলো জাপান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, কানাডা ও ইতালি। এ বছর আয়োজক দেশ জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা আমন্ত্রণের তালিকা আরও বড় করেছেন। ফলে সাত আসনের পরিবর্তে ১৫, অর্থাৎ বাড়তি আট আসন যুক্ত করা হয়েছে এবার।

জোটের বাইরে জাপানের প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়া, ভারত, ব্রাজিল, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, আফ্রিকান ইউনিয়নের প্রতিনিধি হিসেবে কমোরোস এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ ফোরামের প্রতিনিধি হিসেবে কুক দ্বীপপুঞ্জকে আমন্ত্রণের তালিকায় অন্তর্ভুক্ত করেছেন।

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন এবং ইন্দো-প্রশান্ত মহাসাগরে চীনের সামরিক শক্তি বাড়ানোর প্রতিক্রিয়া হিসেবে সম্মেলনের আয়োজক দেশ জাপানের লক্ষ্য ঐক্য গঠন। তবে সদস্য দেশের বাইরে আমন্ত্রণ পাওয়া অতিরিক্ত অতিথিরা সেই লক্ষ্য অর্জনে খুব একটা সহযোগিতা করতে পারবে না বলে মনে করছেন বিশ্লেষকেরা। কারণ এসব দেশের অধিকাংশের সঙ্গে রাশিয়া ও চীনের রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক রয়েছে।

এদিকে জি-৭ জোটের শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিরও। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা জানিয়েছিলেন, ইউক্রেনের নেতা সম্মেলনে ভার্চুয়ালি অংশ নেবেন। পরে জানা গেছে, সম্মেলনে যোগ দিতে হিরোশিমায় যাবেন জেলেনস্কি। তবে কোন দিন তিনি যোগ দেবেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

জান্তার কাছে এবার মায়ের বেঁচে থাকার প্রমাণ চাইলেন সু চিপুত্র

বন্ডাই বিচে হামলাকারীকে থামাতে গিয়ে প্রাণ হারান এক বৃদ্ধ দম্পতিও!

পাকিস্তানি বলে গুঞ্জন—বন্ডাই বিচের হামলাকারীরা আসলে ভারতীয়

বন্ডাই বিচ ট্র্যাজেডি: ভারত ও অস্ট্রেলিয়ার পাসপোর্টে ফিলিপাইনে গিয়েছিল হামলাকারী বাবা-ছেলে

বন্ডাই বিচের ঘটনায় বদলে যেতে পারে অস্ট্রেলিয়ার অস্ত্র-আইন

যাবজ্জীবন কারাদণ্ডের মুখে ধনকুবের থেকে গণতন্ত্রপন্থী আন্দোলনের মুখ জিমি লাই

ফুল, প্রশংসা আর ডলারে ভাসছেন বন্ডাই বিচের ‘নায়ক’ আল-আহমেদ

খালি হাতে বন্দুকধারীকে ঠেকিয়ে নায়ক বনে যাওয়া কে এই আল-আহমেদ

অং সান সু চি হয়তো মারা গেছে, আশঙ্কা ছেলের

ফলের দোকানদার ও বেকার ছেলে: অস্ট্রেলিয়ার সৈকতে হামলাকারী সম্পর্কে যা জানা গেল