হোম > বিশ্ব > এশিয়া

মুক্তি পেলেন মিয়ানমারের কট্টর মুসলিমবিদ্বেষী বৌদ্ধ নেতা উইরাথুর

মিয়ানমারের কারাবন্দী কট্টর মুসলিমবিদ্বেষী বৌদ্ধধর্মীয় নেতা অশ্বিন উইরাথুরকে মুক্তি দিয়েছে দেশটির জান্তা সরকার। এমনটি জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। 

মিয়ানমারের জান্তা সরকারের পক্ষ থেকে বলা হয়, ধর্মীয় নেতা অশ্বিন উইরাথুর এত দিন একটি সেনা হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। এ নিয়ে আর বিস্তারিত কিছু জানায়নি। 

১৯৬৮ সালে জন্ম নেওয়া উইরাথু ১৪ বছর বয়সে স্কুল ছেড়ে ভিক্ষু হতে গিয়েছিলেন। ১৫ বছর আগেও তেমন কেউ চিনত না তাঁকে।

২০০১ সালে তিনি মুসলিমবিরোধী এবং জাতীয়তাবাদী একটি গ্রুপ গঠন করেন, যার নাম ছিল ৯৬৯ গ্রুপ। এই সংগঠনকে উগ্রপন্থী হিসেবে বিবেচনা করা হয়। 

২০০৩ সালে তাঁকে ২৫ বছরের কারাদণ্ড দেওয়া  হয়েছিল। কিন্তু ২০১০ সালে অন্যান্য রাজবন্দীর সঙ্গে তাঁকে মুক্তি দেওয়া  হয়। 

সরকার নিয়ম শিথিল করার পর তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় হয়ে ওঠেন। 

২০১২ সালে রাখাইন রাজ্যে মুসলমান ও বৌদ্ধদের মধ্যে যখন তীব্র সংঘাত শুরু হয়, সে সময় অশ্বিন উইরাথু তাঁর জ্বালাময়ী বক্তব্য নিয়ে জনসমক্ষে আসেন। 

পরে তিনি ইউটিউব ও ফেসবুকে তাঁর নানা ধরনের বক্তব্য ছড়াতে থাকেন। ২০১৮ সালে বিদ্বেষপূর্ণ ভিডিও দেওয়ায় ফেসবুক তাঁর অ্যাকাউন্ট বন্ধ করে দেয়।

২০১৯ সালে দেশদ্রোহিতার মামলায় মিয়ানমারের কট্টর মুসলিমবিদ্বেষী বৌদ্ধধর্মীয় নেতা অশ্বিন উইরাথুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। 

চলতি বছরের ১ ফেব্রুয়ারি অং সান সুচির নেতৃত্বাধীন ক্ষমতাসীন দল এনএলডিকে উৎখাত করেছিল মিয়ানমারের সামরিক বাহিনী। সে সময় তারা সুচির দলের বিরুদ্ধে নির্বাচনে জালিয়াতির অভিযোগ এনেছিল এবং সুচিসহ দেশটির প্রেসিডেন্টকে বন্দী করেছিল। তবে জালিয়াতির অভিযোগ উড়িয়ে দিয়েছিল দেশটির নির্বাচন কমিশন। পর্যবেক্ষক গ্রুপ অ্যাসিসটেন্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্সের (এএপিপিবি) পক্ষ থেকে বলা হচ্ছে, মিয়ানমারের সেনাদের সঙ্গে সংঘর্ষে এ পর্যন্ত ১ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। 

যে কৌশলে রুশ ধনকুবেরদের কণ্ঠরোধ করেছেন পুতিন

সহিংসতা ও প্রত্যাখ্যানের মধ্যে মিয়ানমারে চলছে ‘প্রহসনের’ নির্বাচন

জাপানে তুষারপাতে পিচ্ছিল রাস্তায় ৫০টি গাড়ির সংঘর্ষ, নিহত ২

রক্তক্ষয়ী সংঘর্ষের পর দ্বিতীয়বার যুদ্ধবিরতিতে থাইল্যান্ড-কম্বোডিয়া

নাজিব রাজাকের ১৫ বছরের কারাদণ্ড, জটিল সমীকরণে মালয়েশিয়ার সরকার

৫৪ কোটি ডলার পাচার: ক্ষমতার অপব্যবহারে দোষী সাব্যস্ত মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী

চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই রেকর্ড প্রতিরক্ষা বাজেট অনুমোদন করল জাপান

থাই-কম্বোডিয়া সীমান্তে গুঁড়িয়ে দেওয়া হলো বিষ্ণু মূর্তি, নিন্দা জানাল ভারত

নাগরিকত্বের জন্য বসবাসের শর্ত দ্বিগুণ করল জাপান

জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টাকে প্রতিহতের ঘোষণা উত্তর কোরিয়ার