হোম > বিশ্ব > এশিয়া

সৌদি আরবে ড্রোন হামলার দাবি হুথিদের

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের কয়েকটি শহরে ড্রোন দিয়ে হামলা চালানোর দাবি করেছে। হুথিরা বলছে, সৌদি আরবের রাষ্ট্রীয় মালিকানাধীন তেল কোম্পানি আরামকোর স্থাপনাসহ জেদ্দা, রিয়াদ, আবহা, জিজান এবং নাজরান শহরে ১৪টি ড্রোন দিয়ে হামলা করা হয়েছে। 

গতকাল শনিবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। 

হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়া এক সংবাদ সম্মেলনে এই হামলার দাবি করে বলেন, ‘আমরা জেদ্দায় আরামকোর শোধনাগারের পাশাপাশি রিয়াদ, জেদ্দা, আবহা, জিজান এবং নাজরানে সামরিক লক্ষ্যবস্তুতে হামলা করেছি।’ 

তবে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে সারিয়ার বিবৃতিতে অসামঞ্জস্যতা রয়েছে। তাঁর বিবৃতিতে জেদ্দার আন্তর্জাতিক বিমানবন্দরের ভুল নাম এবং কিং খালিদ ঘাঁটির ভুল অবস্থান দেখানো হয়েছে। 

ইয়েমেনে যুদ্ধরত সৌদি আরবের নেতৃত্বাধীন জোট বলেছে, তারা সৌদি আরবের দক্ষিণাঞ্চলের দিকে হামলার জন্য ধেয়ে আসা তিনটি ড্রোন ধ্বংস করেছে। এ ছাড়া অন্য একটি ড্রোন ইয়েমেনের আকাশেই ধ্বংস করা হয়েছে। তা ছাড়া হুথিরা দুইটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে ব্যর্থ হয়েছে এবং তা ইয়েমেনের ভৌগোলিক সীমানার মধ্যেই পড়েছে। 

এ ছাড়া তারা আরও বলেছে, গতকাল শনিবার ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে সামরিক অভিযান চালানো হয়েছে। এ সময় ১৩টি লক্ষ্যবস্তুতে হামলা করা হয়েছে। এই অভিযানে ইয়েমেনের সানা, সাদা এবং মারিব প্রদেশের অস্ত্রের ডিপো, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং ড্রোনের যোগাযোগ ব্যবস্থায় আঘাত করা হয়েছে।

জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টাকে প্রতিহতের ঘোষণা উত্তর কোরিয়ার

তাইওয়ানে মেট্রো স্টেশনে স্মোক বোমা ছুড়ে ছুরি হামলা, নিহত ৩

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের

জান্তার কাছে এবার মায়ের বেঁচে থাকার প্রমাণ চাইলেন সু চিপুত্র

বন্ডাই বিচে হামলাকারীকে থামাতে গিয়ে প্রাণ হারান এক বৃদ্ধ দম্পতিও!