হোম > বিশ্ব > এশিয়া

সৌদি আরবে ড্রোন হামলার দাবি হুথিদের

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের কয়েকটি শহরে ড্রোন দিয়ে হামলা চালানোর দাবি করেছে। হুথিরা বলছে, সৌদি আরবের রাষ্ট্রীয় মালিকানাধীন তেল কোম্পানি আরামকোর স্থাপনাসহ জেদ্দা, রিয়াদ, আবহা, জিজান এবং নাজরান শহরে ১৪টি ড্রোন দিয়ে হামলা করা হয়েছে। 

গতকাল শনিবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। 

হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়া এক সংবাদ সম্মেলনে এই হামলার দাবি করে বলেন, ‘আমরা জেদ্দায় আরামকোর শোধনাগারের পাশাপাশি রিয়াদ, জেদ্দা, আবহা, জিজান এবং নাজরানে সামরিক লক্ষ্যবস্তুতে হামলা করেছি।’ 

তবে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে সারিয়ার বিবৃতিতে অসামঞ্জস্যতা রয়েছে। তাঁর বিবৃতিতে জেদ্দার আন্তর্জাতিক বিমানবন্দরের ভুল নাম এবং কিং খালিদ ঘাঁটির ভুল অবস্থান দেখানো হয়েছে। 

ইয়েমেনে যুদ্ধরত সৌদি আরবের নেতৃত্বাধীন জোট বলেছে, তারা সৌদি আরবের দক্ষিণাঞ্চলের দিকে হামলার জন্য ধেয়ে আসা তিনটি ড্রোন ধ্বংস করেছে। এ ছাড়া অন্য একটি ড্রোন ইয়েমেনের আকাশেই ধ্বংস করা হয়েছে। তা ছাড়া হুথিরা দুইটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে ব্যর্থ হয়েছে এবং তা ইয়েমেনের ভৌগোলিক সীমানার মধ্যেই পড়েছে। 

এ ছাড়া তারা আরও বলেছে, গতকাল শনিবার ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে সামরিক অভিযান চালানো হয়েছে। এ সময় ১৩টি লক্ষ্যবস্তুতে হামলা করা হয়েছে। এই অভিযানে ইয়েমেনের সানা, সাদা এবং মারিব প্রদেশের অস্ত্রের ডিপো, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং ড্রোনের যোগাযোগ ব্যবস্থায় আঘাত করা হয়েছে।

তাইওয়ানকে ঘিরে ধরেছে চীনের যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান ও ড্রোন

ইন্দোনেশিয়ায় নার্সিং হোমে আগুনে ১৬ জনের মৃত্যু

যে কৌশলে রুশ ধনকুবেরদের কণ্ঠরোধ করেছেন পুতিন

সহিংসতা ও প্রত্যাখ্যানের মধ্যে মিয়ানমারে চলছে ‘প্রহসনের’ নির্বাচন

জাপানে তুষারপাতে পিচ্ছিল রাস্তায় ৫০টি গাড়ির সংঘর্ষ, নিহত ২

রক্তক্ষয়ী সংঘর্ষের পর দ্বিতীয়বার যুদ্ধবিরতিতে থাইল্যান্ড-কম্বোডিয়া

নাজিব রাজাকের ১৫ বছরের কারাদণ্ড, জটিল সমীকরণে মালয়েশিয়ার সরকার

৫৪ কোটি ডলার পাচার: ক্ষমতার অপব্যবহারে দোষী সাব্যস্ত মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী

চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই রেকর্ড প্রতিরক্ষা বাজেট অনুমোদন করল জাপান

থাই-কম্বোডিয়া সীমান্তে গুঁড়িয়ে দেওয়া হলো বিষ্ণু মূর্তি, নিন্দা জানাল ভারত