হোম > বিশ্ব > এশিয়া

কাবুল বিমানবন্দরের বাইরে ৭ জনের মৃত্যু

কাবুল বিমানবন্দরের বাইরে আফগানিস্তানের সাতজন নাগরিকের মৃত্যু হয়েছে। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখল করায় তাঁরা দেশত্যাগ করতে কাবুল বিমানবন্দরে ভিড় করেছিল।

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, পরিস্থিতি খুবই ভয়াবহ। পরিস্থিতি স্বাভাবিক করতে আমরা সাধ্যমতো সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, কাবুল বিমানবন্দরের বাইরে এখন বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করছে। ক্ষমতাসীন তালেবানের হাত থেকে রক্ষা পেতে কাবুল বিমানবন্দরে ভিড় করেছেন আফগানিস্তানের হাজার হাজার নাগরিক।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের সাড়ে চার হাজার সেনা সাময়িকভাবে কাবুলের হামিদ কারজাই বিমানবন্দর নিয়ন্ত্রণ করছে। এছাড়া নাগরিকদের নিরাপদে দেশে ফেরানোর জন্য বিমানবন্দরে যুক্তরাজ্যের ৯০০ সেনা টহলে রয়েছে।

বিমানবন্দরের চারপাশে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে আফগানদের বিমানবন্দরে ঢুকতে বাধা দিচ্ছে তালেবান। ভ্রমণের কাগজপত্র ছাড়া ঢুকতে দেওয়া হচ্ছে না। এমনকি কাগজপত্র থাকলেও বাধা দেওয়ার অভিযোগ আছে।

প্রসঙ্গত, চলতি বছর এপ্রিলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দেওয়ার পর থেকেই আফগানিস্তান দখলে নিতে শুরু করে তালেবান।

ইন্দোনেশিয়ায় নার্সিং হোমে আগুনে ১৬ জনের মৃত্যু

যে কৌশলে রুশ ধনকুবেরদের কণ্ঠরোধ করেছেন পুতিন

সহিংসতা ও প্রত্যাখ্যানের মধ্যে মিয়ানমারে চলছে ‘প্রহসনের’ নির্বাচন

জাপানে তুষারপাতে পিচ্ছিল রাস্তায় ৫০টি গাড়ির সংঘর্ষ, নিহত ২

রক্তক্ষয়ী সংঘর্ষের পর দ্বিতীয়বার যুদ্ধবিরতিতে থাইল্যান্ড-কম্বোডিয়া

নাজিব রাজাকের ১৫ বছরের কারাদণ্ড, জটিল সমীকরণে মালয়েশিয়ার সরকার

৫৪ কোটি ডলার পাচার: ক্ষমতার অপব্যবহারে দোষী সাব্যস্ত মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী

চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই রেকর্ড প্রতিরক্ষা বাজেট অনুমোদন করল জাপান

থাই-কম্বোডিয়া সীমান্তে গুঁড়িয়ে দেওয়া হলো বিষ্ণু মূর্তি, নিন্দা জানাল ভারত

নাগরিকত্বের জন্য বসবাসের শর্ত দ্বিগুণ করল জাপান