মিয়ানমারে সেনাবাহিনীর অভ্যুত্থান এবং এর বিরুদ্ধে আন্দোলন শুরুর সাড়ে ৬ মাস পেরিয়ে গেছে। এতে গত বুধবার পর্যন্ত সামরিক বাহিনীর হাতে মারা গেছেন ১ হাজার ১ জন। অ্যাকটিভিস্ট গ্রুপ অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন অব পলিটিক্যাল প্রিজনার্স (এএপিপি) এ দাবি করেছে। কিন্তু সামরিক বাহিনী বলছে, তাঁদের দাবি মিথ্যা।
চলতি বছরের ১ এপ্রিল মিয়ানমারে শুরু হয় অভ্যুত্থান এবং পাল্টা প্রতিবাদ। আটক করা হয় অং সান সু চিকে। রাস্তায় সংঘর্ষ ছিল প্রায় প্রতিদিনকার ঘটনা। ইদানীং উত্তাল রাজপথ কিছুটা শান্ত হলেও মৃত্যু থামছে না বলে জানিয়েছে এএপিপি। মোট মৃত্যু তাঁদের হিসেবের চেয়েও বেশি।
কিন্তু সামরিক বাহিনী বলছে, এ সংখ্যায় সংগঠনটি সামরিক বাহিনীর নিহত সদস্যদের যোগ করেনি। আর তাঁরা যেভাবে ক্ষমতা দখল করেছে একে অভ্যুত্থান বলা যায় না। সংবিধান মেনেই তাঁরা এটি করেছেন বলে দাবি করেন।