হোম > বিশ্ব > এশিয়া

রানির মৃত্যু: চীন, ভারত, পাকিস্তানের নেতাদের শ্রদ্ধা

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তাঁর সহানুভূতি প্রকাশ করেছেন।

এক বিবৃতিতে বলা হয়েছে, চীনা সরকার ও চীনা জনগণের পক্ষে শি জিনপিং গভীর শোক প্রকাশ করেছেন। পাশাপাশি নিজেও শোক জানিয়েছেন। তাঁর চলে যাওয়া ব্রিটিশ জনগণের জন্য একটি বড় ক্ষতি।

বিবৃতিতে জোর দেওয়া হয়েছে যে, জিনপিং চীন-যুক্তরাজ্য সম্পর্কের উন্নয়নে অত্যন্ত গুরুত্ব দেন।

আরও বলা হয়েছে, দুই দেশ ও তাদের জনগণের সুবিধার জন্য দ্বিপক্ষীয় সম্পর্কের সুস্থ ও স্থিতিশীল উন্নয়নের জন্য রাজা তৃতীয় চার্লসের সঙ্গে কাজ করতে ইচ্ছুক শি জিনপিং।

এদিকে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, তিনি রানির মৃত্যুতে ‘ব্যথিত’ হয়েছেন।

রানি ‘তাঁর জাতি ও জনগণকে অনুপ্রেরণামূলক নেতৃত্ব প্রদান করেছেন’। মোদি এক টুইটে বলেছেন, তিনি মর্যাদা ও শালীনতাকে ব্যক্তিজীবনের অংশ করে তুলেছিলেন। 

পাকিস্তানের রাষ্ট্রপতি আরিফ আলভি রানিকে ‘মহান ও উপকারী শাসক’ হিসেবে প্রশংসা করেছেন। 

আরিফ আলভি বলেছেন, ‘রানিকে বিশ্ব ইতিহাসে সোনালি শব্দে স্মরণ করা হবে।’

বন্ডাই বিচে হামলাকারীকে থামাতে গিয়ে প্রাণ হারান এক বৃদ্ধ দম্পতিও!

পাকিস্তানি বলে গুঞ্জন—বন্ডাই বিচের হামলাকারীরা আসলে ভারতীয়

বন্ডাই বিচ ট্র্যাজেডি: ভারত ও অস্ট্রেলিয়ার পাসপোর্টে ফিলিপাইনে গিয়েছিল হামলাকারী বাবা-ছেলে

বন্ডাই বিচের ঘটনায় বদলে যেতে পারে অস্ট্রেলিয়ার অস্ত্র-আইন

যাবজ্জীবন কারাদণ্ডের মুখে ধনকুবের থেকে গণতন্ত্রপন্থী আন্দোলনের মুখ জিমি লাই

ফুল, প্রশংসা আর ডলারে ভাসছেন বন্ডাই বিচের ‘নায়ক’ আল-আহমেদ

খালি হাতে বন্দুকধারীকে ঠেকিয়ে নায়ক বনে যাওয়া কে এই আল-আহমেদ

অং সান সু চি হয়তো মারা গেছে, আশঙ্কা ছেলের

ফলের দোকানদার ও বেকার ছেলে: অস্ট্রেলিয়ার সৈকতে হামলাকারী সম্পর্কে যা জানা গেল

অস্ট্রেলিয়ার বন্ডাই বিচে হামলায় নিহত বেড়ে ১৫, আহত ৪০ জনেরও বেশি