হোম > বিশ্ব > এশিয়া

রানির মৃত্যু: চীন, ভারত, পাকিস্তানের নেতাদের শ্রদ্ধা

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তাঁর সহানুভূতি প্রকাশ করেছেন।

এক বিবৃতিতে বলা হয়েছে, চীনা সরকার ও চীনা জনগণের পক্ষে শি জিনপিং গভীর শোক প্রকাশ করেছেন। পাশাপাশি নিজেও শোক জানিয়েছেন। তাঁর চলে যাওয়া ব্রিটিশ জনগণের জন্য একটি বড় ক্ষতি।

বিবৃতিতে জোর দেওয়া হয়েছে যে, জিনপিং চীন-যুক্তরাজ্য সম্পর্কের উন্নয়নে অত্যন্ত গুরুত্ব দেন।

আরও বলা হয়েছে, দুই দেশ ও তাদের জনগণের সুবিধার জন্য দ্বিপক্ষীয় সম্পর্কের সুস্থ ও স্থিতিশীল উন্নয়নের জন্য রাজা তৃতীয় চার্লসের সঙ্গে কাজ করতে ইচ্ছুক শি জিনপিং।

এদিকে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, তিনি রানির মৃত্যুতে ‘ব্যথিত’ হয়েছেন।

রানি ‘তাঁর জাতি ও জনগণকে অনুপ্রেরণামূলক নেতৃত্ব প্রদান করেছেন’। মোদি এক টুইটে বলেছেন, তিনি মর্যাদা ও শালীনতাকে ব্যক্তিজীবনের অংশ করে তুলেছিলেন। 

পাকিস্তানের রাষ্ট্রপতি আরিফ আলভি রানিকে ‘মহান ও উপকারী শাসক’ হিসেবে প্রশংসা করেছেন। 

আরিফ আলভি বলেছেন, ‘রানিকে বিশ্ব ইতিহাসে সোনালি শব্দে স্মরণ করা হবে।’

রক্তক্ষয়ী সংঘর্ষের পর দ্বিতীয়বার যুদ্ধবিরতিতে থাইল্যান্ড-কম্বোডিয়া

নাজিব রাজাকের ১৫ বছরের কারাদণ্ড, জটিল সমীকরণে মালয়েশিয়ার সরকার

৫৪ কোটি ডলার পাচার: ক্ষমতার অপব্যবহারে দোষী সাব্যস্ত মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী

চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই রেকর্ড প্রতিরক্ষা বাজেট অনুমোদন করল জাপান

থাই-কম্বোডিয়া সীমান্তে গুঁড়িয়ে দেওয়া হলো বিষ্ণু মূর্তি, নিন্দা জানাল ভারত

নাগরিকত্বের জন্য বসবাসের শর্ত দ্বিগুণ করল জাপান

জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টাকে প্রতিহতের ঘোষণা উত্তর কোরিয়ার

তাইওয়ানে মেট্রো স্টেশনে স্মোক বোমা ছুড়ে ছুরি হামলা, নিহত ৩

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট