ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তাঁর সহানুভূতি প্রকাশ করেছেন।
এক বিবৃতিতে বলা হয়েছে, চীনা সরকার ও চীনা জনগণের পক্ষে শি জিনপিং গভীর শোক প্রকাশ করেছেন। পাশাপাশি নিজেও শোক জানিয়েছেন। তাঁর চলে যাওয়া ব্রিটিশ জনগণের জন্য একটি বড় ক্ষতি।
বিবৃতিতে জোর দেওয়া হয়েছে যে, জিনপিং চীন-যুক্তরাজ্য সম্পর্কের উন্নয়নে অত্যন্ত গুরুত্ব দেন।
আরও বলা হয়েছে, দুই দেশ ও তাদের জনগণের সুবিধার জন্য দ্বিপক্ষীয় সম্পর্কের সুস্থ ও স্থিতিশীল উন্নয়নের জন্য রাজা তৃতীয় চার্লসের সঙ্গে কাজ করতে ইচ্ছুক শি জিনপিং।
রানি ‘তাঁর জাতি ও জনগণকে অনুপ্রেরণামূলক নেতৃত্ব প্রদান করেছেন’। মোদি এক টুইটে বলেছেন, তিনি মর্যাদা ও শালীনতাকে ব্যক্তিজীবনের অংশ করে তুলেছিলেন।
পাকিস্তানের রাষ্ট্রপতি আরিফ আলভি রানিকে ‘মহান ও উপকারী শাসক’ হিসেবে প্রশংসা করেছেন।
আরিফ আলভি বলেছেন, ‘রানিকে বিশ্ব ইতিহাসে সোনালি শব্দে স্মরণ করা হবে।’