হোম > বিশ্ব > এশিয়া

কাবুল বিমানবন্দরে গোলাগুলিতে নিরাপত্তারক্ষী নিহত

তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর থেকে এখনো স্বাভাবিক হয়নি পরিস্থিতি। বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করছে কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে। প্রতিদিনই দেশত্যাগ করতে এখানে ভিড় করছেন হাজার হাজার মানুষ।

আজ সোমবার (২৩ আগস্ট) কাবুল বিমানবন্দরের উত্তর গেটে অজ্ঞাত ব্যক্তির গুলিতে এক আফগান নিরাপত্তারক্ষী নিহতের ঘটনা ঘটেছে। জার্মানির সামরিক বাহিনীর কর্মকর্তাদের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, সোমবার এক অজ্ঞাত বন্দুকধারী হামলা চালায়। এসময় উভয়পক্ষের মধ্যে গুলিবিনিময় শুরু হয়।

এক টুইট বার্তায় জার্মানির সামরিক বাহিনী জানিয়েছে, সোমবার সকালের এই বন্দুক হামলায় তিনজন আহত হয়েছেন। বিমান বন্দরের ওই গেটে মার্কিন বাহিনী ও জার্মান বাহিনী দায়িত্বপালন করছে।

এর আগে গতকাল রোববার (২২ আগস্ট) কাবুল বিমানবন্দরের বাইরে আফগানিস্তানের সাতজন নাগরিকের মৃত্যুর ঘটনা ঘটে। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানায়, তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখল করায় তাঁরা দেশত্যাগ করতে কাবুল বিমানবন্দরে ভিড় করেছিল।

গতকাল রোববার (২২ আগস্ট) বার্তা সংস্থা রয়টার্সকে ন্যাটো জানায়, তালেবান ক্ষমতা দখলের পর থেকে কাবুল বিমানবন্দরে চলা বিশৃঙ্খলায় এ পর্যন্ত ২০ জনের মৃত্যু হয়েছে।

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, পরিস্থিতি খুবই ভয়াবহ। পরিস্থিতি স্বাভাবিক করতে আমরা সাধ্যমতো সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছি।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের সাড়ে চার হাজার সেনা সাময়িকভাবে কাবুলের হামিদ কারজাই বিমানবন্দর নিয়ন্ত্রণ করছে। এছাড়া নাগরিকদের নিরাপদে দেশে ফেরানোর জন্য বিমানবন্দরে যুক্তরাজ্যের ৯০০ সেনা টহলে রয়েছে।

বিমানবন্দরের চারপাশে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে আফগানদের বিমানবন্দরে ঢুকতে বাধা দিচ্ছে তালেবান। ভ্রমণের কাগজপত্র ছাড়া ঢুকতে দেওয়া হচ্ছে না। এমনকি কাগজপত্র থাকলেও বাধা দেওয়ার অভিযোগ আছে।

প্রসঙ্গত, চলতি বছর এপ্রিলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দেওয়ার পর থেকেই আফগানিস্তান দখলে নিতে শুরু করে তালেবান।

জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টাকে প্রতিহতের ঘোষণা উত্তর কোরিয়ার

তাইওয়ানে মেট্রো স্টেশনে স্মোক বোমা ছুড়ে ছুরি হামলা, নিহত ৩

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের

জান্তার কাছে এবার মায়ের বেঁচে থাকার প্রমাণ চাইলেন সু চিপুত্র

বন্ডাই বিচে হামলাকারীকে থামাতে গিয়ে প্রাণ হারান এক বৃদ্ধ দম্পতিও!