হোম > বিশ্ব > এশিয়া

ইন্দোনেশিয়ায় অক্সিজেনের সংকটে ৬৩ করোনা রোগীর মৃত্যু

ইন্দোনেশিয়ার একটি হাসপাতালে অক্সিজেনের সংকটের কারণে ৬৩ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, জাভা দ্বীপের ইয়গ্যাকার্তা শহরের সারদজিতো জেনারেল হাসপাতালে রোববার ভোরে এ ঘটনা ঘটে।

হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ার পর স্বাস্থ্যকর্মীরা সিলিন্ডারের মাধ্যমে করোনা রোগীদের শ্বাস-প্রশ্বাস চালু রাখার চেষ্টা করেন। এর পরও ৬৩ জনকে বাঁচানো সম্ভব হয়নি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইন্দোনেশিয়ায় প্রতিদিনই ২৫ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত হচ্ছে। এদিকে মেডিকেল অক্সিজেনের সংকট মেটাতে এর উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়েছে ইন্দোনেশিয়া সরকার।

বিশ্বের বিভিন্ন দেশের মতো ইন্দোনেশিয়ায়ও ছড়িয়ে পড়েছে করোনার ডেলটা ভ্যারিয়েন্ট। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গতকাল রোববার ইন্দোনেশিয়ায় রেকর্ড ৫৫৫ জনের মৃত্যু হয়েছে। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, মিয়ানমারে এ পর্যন্ত ২২ লাখ ৮৪ হাজার ৮৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। দেশটিতে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৬০ হাজার ৫৮২ জন। 

বন্ডাই বিচে হামলাকারীকে থামাতে গিয়ে প্রাণ হারান এক বৃদ্ধ দম্পতিও!

পাকিস্তানি বলে গুঞ্জন—বন্ডাই বিচের হামলাকারীরা আসলে ভারতীয়

বন্ডাই বিচ ট্র্যাজেডি: ভারত ও অস্ট্রেলিয়ার পাসপোর্টে ফিলিপাইনে গিয়েছিল হামলাকারী বাবা-ছেলে

বন্ডাই বিচের ঘটনায় বদলে যেতে পারে অস্ট্রেলিয়ার অস্ত্র-আইন

যাবজ্জীবন কারাদণ্ডের মুখে ধনকুবের থেকে গণতন্ত্রপন্থী আন্দোলনের মুখ জিমি লাই

ফুল, প্রশংসা আর ডলারে ভাসছেন বন্ডাই বিচের ‘নায়ক’ আল-আহমেদ

খালি হাতে বন্দুকধারীকে ঠেকিয়ে নায়ক বনে যাওয়া কে এই আল-আহমেদ

অং সান সু চি হয়তো মারা গেছে, আশঙ্কা ছেলের

ফলের দোকানদার ও বেকার ছেলে: অস্ট্রেলিয়ার সৈকতে হামলাকারী সম্পর্কে যা জানা গেল

অস্ট্রেলিয়ার বন্ডাই বিচে হামলায় নিহত বেড়ে ১৫, আহত ৪০ জনেরও বেশি