হোম > বিশ্ব > এশিয়া

ইন্দোনেশিয়ায় অক্সিজেনের সংকটে ৬৩ করোনা রোগীর মৃত্যু

ইন্দোনেশিয়ার একটি হাসপাতালে অক্সিজেনের সংকটের কারণে ৬৩ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, জাভা দ্বীপের ইয়গ্যাকার্তা শহরের সারদজিতো জেনারেল হাসপাতালে রোববার ভোরে এ ঘটনা ঘটে।

হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ার পর স্বাস্থ্যকর্মীরা সিলিন্ডারের মাধ্যমে করোনা রোগীদের শ্বাস-প্রশ্বাস চালু রাখার চেষ্টা করেন। এর পরও ৬৩ জনকে বাঁচানো সম্ভব হয়নি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইন্দোনেশিয়ায় প্রতিদিনই ২৫ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত হচ্ছে। এদিকে মেডিকেল অক্সিজেনের সংকট মেটাতে এর উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়েছে ইন্দোনেশিয়া সরকার।

বিশ্বের বিভিন্ন দেশের মতো ইন্দোনেশিয়ায়ও ছড়িয়ে পড়েছে করোনার ডেলটা ভ্যারিয়েন্ট। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গতকাল রোববার ইন্দোনেশিয়ায় রেকর্ড ৫৫৫ জনের মৃত্যু হয়েছে। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, মিয়ানমারে এ পর্যন্ত ২২ লাখ ৮৪ হাজার ৮৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। দেশটিতে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৬০ হাজার ৫৮২ জন। 

তাইওয়ানে মেট্রো স্টেশনে স্মোক বোমা ছুড়ে ছুরি হামলা, নিহত ৩

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের

জান্তার কাছে এবার মায়ের বেঁচে থাকার প্রমাণ চাইলেন সু চিপুত্র

বন্ডাই বিচে হামলাকারীকে থামাতে গিয়ে প্রাণ হারান এক বৃদ্ধ দম্পতিও!

পাকিস্তানি বলে গুঞ্জন—বন্ডাই বিচের হামলাকারীরা আসলে ভারতীয়