আফগানিস্তানের রাজধানী কাবুল বিমানবন্দর পদদলিত হয়ে ১৭ জন আহত হয়েছেন। ন্যাটো নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে এমনটি জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
গত রোববার তালেবান কাবুল দখলের পর থেকে সেখান থেকে পালানোর চেষ্টা করছেন বাসিন্দারা। পাসপোর্ট, ভিসা ছাড়াই বিমান দিয়ে দেশ ছাড়ার চেষ্টা করছেন তাঁরা।
নাম প্রকাশে অনিচ্ছুক ন্যাটো কর্মকর্তা জানান, তালেবান যোদ্ধারা বিমানবন্দরের বাইরে কোনোরকম সংঘাত ঘটায়নি।