হোম > বিশ্ব > এশিয়া

সেলফি নিতে গিয়ে স্বামীর মৃত্যু, বেঁচে গেলেন স্ত্রী

সেলফি তোলার সময় হ্রদে পড়ে যান নববিবাহিত এক দম্পতি। এ ঘটনায় স্বামী মারা গেলেও বেঁচে গেছেন স্ত্রী। ঘটনাটি ঘটেছে ভারতের কেরালা রাজ্যের কোঝিকোড় জেলায়। পুলিশের বরাত দিয়ে এমনটি জানিয়েছে আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, গত ১৪ মার্চ বিয়ে করেন রেজিলাল নামের ওই ব্যক্তি। গতকাল সোমবার সকালে তাঁরা কোঝিকোড় জেলায় অবস্থিত কুট্টিয়াদি পর্যটন এলাকায় পৌঁছান। পরে তাঁরা সেখানে একটি হ্রদে বেড়াতে যান। যখন তাঁরা সেখানে সেলফি তুলছিলেন, তখন হঠাৎ দুজনেই হ্রদটিতে পড়ে যান।

পরে স্থানীয়রা রেজিলাল ও তাঁর স্ত্রীকে উদ্ধার করার চেষ্টা করেন। তবে স্ত্রীকে বাঁচানো গেলেও স্বামীকে বাঁচানো যায়নি।  

এ ঘটনায় কেরালার পেরুভান্নামুঝি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। 

একজন পুলিশ কর্মকর্তা বলেন, তদন্তের পর ঘটনার বিস্তারিত জানা যাবে। রেজিলালের স্ত্রী এখন চিকিৎসাধীন রয়েছে। 

বন্ডাই বিচের ঘটনায় বদলে যেতে পারে অস্ট্রেলিয়ার অস্ত্র-আইন

যাবজ্জীবন কারাদণ্ডের মুখে ধনকুবের থেকে গণতন্ত্রপন্থী আন্দোলনের মুখ জিমি লাই

ফুল, প্রশংসা আর ডলারে ভাসছেন বন্ডাই বিচের ‘নায়ক’ আল-আহমেদ

খালি হাতে বন্দুকধারীকে ঠেকিয়ে নায়ক বনে যাওয়া কে এই আল-আহমেদ

অং সান সু চি হয়তো মারা গেছে, আশঙ্কা ছেলের

ফলের দোকানদার ও বেকার ছেলে: অস্ট্রেলিয়ার সৈকতে হামলাকারী সম্পর্কে যা জানা গেল

অস্ট্রেলিয়ার বন্ডাই বিচে হামলায় নিহত বেড়ে ১৫, আহত ৪০ জনেরও বেশি

বন্ডাই বিচে আহত এই ব্যক্তি ইসরায়েলে হামাসের হামলার মুখেও পড়েছিলেন

বন্ডাই বিচে হামলাকারীর অস্ত্র কেড়ে নিয়ে প্রশংসায় ভাসছেন, কে এই পথচারী

বন্ডাই বিচে গুলির শব্দকে শুরুতে আতশবাজি ভেবেছিলেন অনেকে