অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর অভিযানে অন্তত ১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২০ জন। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) এই হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে আল জাজিরা জানায়, জেনিন শরণার্থী ক্যাম্পে ইসরায়েলি সেনাদের হামলায় নারীসহ অন্তত ৯ জন নিহত হয়েছে। ক্যাম্পটিতে হামলায় আহত হয় আরও ২০ জন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। আর আল-রাম শহরে গুলি করে হত্যা করা হয় ২২ বছর বয়সী এক যুবককে।
এদিকে ফিলিস্তিনি স্বাস্থ্যমন্ত্রী সতর্ক করে বলেছেন, জেনিন শহরে পরিস্থিতি এখন ‘সংকটজনক’। বহু লোক আহত এবং অনেকের কাছে অ্যাম্বুলেন্স পৌঁছাতে পারেনি। স্থানীয় একটি হাসপাতালের শিশু ওয়ার্ডেও ইসরায়েলি বাহিনী টিয়ার গ্যাসে ছুড়েছে বলে জানান তিনি।
পশ্চিম তীরে ইসরায়েলের ‘সন্ত্রাসবিরোধী’ অভিযানের কারণে সম্প্রতি সেখানে উত্তেজনা বেড়েছে। গত বছর ইসরায়েলি বাহিনীর অভিযান শুরুর পর বৃহস্পতিবার ছিল অন্যতম রক্তক্ষয়ী দিন।
এদিকে শুক্রবার (২৭ জানুয়ারি) গাজা উপত্যকায় রকেট হামলা চালিয়েছে ইসরায়েল। বার্তা সংস্থা রয়টার্স জানায়, ফিলিস্তিনি যোদ্ধারা গাজা উপত্যকা থেকে দক্ষিণ ইসরায়েলের দিকে রকেট ছোড়ার পর ইসরায়েলি বাহিনী সেখানে পাল্টা রকেট হামলা চালিয়েছে।
গাজা সীমান্তের কাছে থাকা ইসরায়েলিদের সতর্ক করতে রকেট হামলার সাইরেন বাজানো হয় বলে জানা গেছে। বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয় সে সময়। তবে এ হামলায় কোনো হতাহতের খবর জানা যায়নি।