হোম > বিশ্ব > এশিয়া

পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর অভিযানে ১০ ফিলিস্তিনি নিহত

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর অভিযানে অন্তত ১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২০ জন। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) এই হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে আল জাজিরা জানায়, জেনিন শরণার্থী ক্যাম্পে ইসরায়েলি সেনাদের হামলায় নারীসহ অন্তত ৯ জন নিহত হয়েছে। ক্যাম্পটিতে হামলায় আহত হয় আরও ২০ জন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। আর আল-রাম শহরে গুলি করে হত্যা করা হয় ২২ বছর বয়সী এক যুবককে। 

এদিকে ফিলিস্তিনি স্বাস্থ্যমন্ত্রী সতর্ক করে বলেছেন, জেনিন শহরে পরিস্থিতি এখন ‘সংকটজনক’। বহু লোক আহত এবং অনেকের কাছে অ্যাম্বুলেন্স পৌঁছাতে পারেনি। স্থানীয় একটি হাসপাতালের শিশু ওয়ার্ডেও ইসরায়েলি বাহিনী টিয়ার গ্যাসে ছুড়েছে বলে জানান তিনি। 

পশ্চিম তীরে ইসরায়েলের ‘সন্ত্রাসবিরোধী’ অভিযানের কারণে সম্প্রতি সেখানে উত্তেজনা বেড়েছে। গত বছর ইসরায়েলি বাহিনীর অভিযান শুরুর পর বৃহস্পতিবার ছিল অন্যতম রক্তক্ষয়ী দিন। 

ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রীর অভিযোগ প্রসঙ্গে ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। শুধু বলা হয়েছে, জেনিনে অভিযান চালাচ্ছে তাদের সেনাবাহিনী। 

এদিকে শুক্রবার (২৭ জানুয়ারি) গাজা উপত্যকায় রকেট হামলা চালিয়েছে ইসরায়েল। বার্তা সংস্থা রয়টার্স জানায়, ফিলিস্তিনি যোদ্ধারা গাজা উপত্যকা থেকে দক্ষিণ ইসরায়েলের দিকে রকেট ছোড়ার পর ইসরায়েলি বাহিনী সেখানে পাল্টা রকেট হামলা চালিয়েছে। 

গাজা সীমান্তের কাছে থাকা ইসরায়েলিদের সতর্ক করতে রকেট হামলার সাইরেন বাজানো হয় বলে জানা গেছে। বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয় সে সময়। তবে এ হামলায় কোনো হতাহতের খবর জানা যায়নি। 

নাজিব রাজাকের ১৫ বছরের কারাদণ্ড, জটিল সমীকরণে মালয়েশিয়ার সরকার

৫৪ কোটি ডলার পাচার: ক্ষমতার অপব্যবহারে দোষী সাব্যস্ত মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী

চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই রেকর্ড প্রতিরক্ষা বাজেট অনুমোদন করল জাপান

থাই-কম্বোডিয়া সীমান্তে গুঁড়িয়ে দেওয়া হলো বিষ্ণু মূর্তি, নিন্দা জানাল ভারত

নাগরিকত্বের জন্য বসবাসের শর্ত দ্বিগুণ করল জাপান

জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টাকে প্রতিহতের ঘোষণা উত্তর কোরিয়ার

তাইওয়ানে মেট্রো স্টেশনে স্মোক বোমা ছুড়ে ছুরি হামলা, নিহত ৩

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড