হোম > বিশ্ব > এশিয়া

যুক্তরাষ্ট্রের সেনাদের উচিত অবিলম্বে কাবুল বিমানবন্দরের নিয়ন্ত্রণ নেওয়া

গতকাল বৃহস্পতিবার আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে এখনো পর্যন্ত ১৭০ জনের বেশি নিহতের খবর পাওয়া গেছে। 

কাবুল বিমানবন্দরে আরও হামলা হতে পারে এমন আশঙ্কা করা হচ্ছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময়কালের বিশেষ দূত ন্যাথান সেলস বলেছেন, প্রত্যাবাসন চলাকালে পরবর্তী হামলা রুখতে যুক্তরাষ্ট্রের সেনাদের অবিলম্বে কাবুল বিমানবন্দরের নিয়ন্ত্রণ নেওয়া উচিত। 

বিবিসি টুডে অনুষ্ঠানে ন্যাথান সেলস বলেন, কাবুল বিমানবন্দরে নিরাপত্তার বিষয়ে তালেবানকে বিশ্বাস করা যুক্তরাষ্ট্র কিংবা অন্য যেকোনো উন্নত দেশের উচিত হবে না। 

ন্যাথান সেলস আরও বলেন, কাবুল বিমানবন্দরের হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রতিশ্রুতি অনুযায়ী জো বাইডেনের অবশ্যই কাজ করা উচিত। যুক্তরাষ্ট্রের সরকার আগামী ৩১ আগস্টের মধ্যে কাবুল ত্যাগের যে সিদ্ধান্ত নিয়েছে সেটি পুনর্বিবেচনা করা হোক। সকল মার্কিন নাগরিকদের ফিরিয়ে আনার আগ পর্যন্ত কাবুল বিমানবন্দরের দখল যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর হাতে রাখতে হবে। 

চলতি বছরের জুলাইয়ের শুরুর দিকে বাগরাম বিমানঘাঁটি ত্যাগের সমালোচনা করে ন্যাথান সেলস বলেন, বাগরাম ঘাঁটি অনেক নিরাপদ ছিল। কাবুল বিমানবন্দরের চেয়ে বাগরাম বিমানঘাঁটি দিয়ে মার্কিনিদের সরিয়ে আনা বেশি নিরাপদ ছিল।

জাপানে তুষারপাতে পিচ্ছিল রাস্তায় ৫০টি গাড়ির সংঘর্ষ, নিহত ২

রক্তক্ষয়ী সংঘর্ষের পর দ্বিতীয়বার যুদ্ধবিরতিতে থাইল্যান্ড-কম্বোডিয়া

নাজিব রাজাকের ১৫ বছরের কারাদণ্ড, জটিল সমীকরণে মালয়েশিয়ার সরকার

৫৪ কোটি ডলার পাচার: ক্ষমতার অপব্যবহারে দোষী সাব্যস্ত মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী

চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই রেকর্ড প্রতিরক্ষা বাজেট অনুমোদন করল জাপান

থাই-কম্বোডিয়া সীমান্তে গুঁড়িয়ে দেওয়া হলো বিষ্ণু মূর্তি, নিন্দা জানাল ভারত

নাগরিকত্বের জন্য বসবাসের শর্ত দ্বিগুণ করল জাপান

জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টাকে প্রতিহতের ঘোষণা উত্তর কোরিয়ার

তাইওয়ানে মেট্রো স্টেশনে স্মোক বোমা ছুড়ে ছুরি হামলা, নিহত ৩

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি