হোম > বিশ্ব > এশিয়া

জেট ফুয়েল ও পাম তেল মিশিয়ে উড়োজাহাজ ওড়াল ইন্দোনেশিয়া

জেট ফুয়েল ও পাম তেল মিশিয়ে পরীক্ষামূলকভাবে উড়োজাহাজ উড়িয়েছে ইন্দোনেশিয়া। আজ বুধবার এই উড়োজাহাজ ওড়ানো হয়। ইন্দোনেশিয়ার একজন জ্যেষ্ঠ মন্ত্রীর বরাত দিয়ে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, উড়োজাহাজটি ১০০ কিলোমিটারের বেশি উড়েছে । এর যাত্রা ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে বান্দুংয়ে গিয়ে শেষ হয়।  

ইন্দোনেশিয়ার অর্থমন্ত্রী এয়ারলাঙ্গা হার্তারতো ভার্চুয়াল কনফারেন্সে বলেন, ইন্দোনেশিয়া পাম তেলের বৃহত্তম উৎপাদক। এ জন্য দেশটির পাম তেলের নানাবিধ ব্যবহার বাড়ানো জরুরি।

ইন্দোনেশিয়ায় বর্তমানে বায়োডিজেল ব্যবহার করা বাধ্যতামূলক। যেখানে ৩০ শতাংশ পাম তেল ব্যবহার করা হয়। দেশটির জ্বালানি খাতে উদ্ভিজ্জ তেলের ব্যবহার আরও বাড়াতে চাইছে সরকার।   

গত বুধবার ইন্দোনেশিয়ার জ্বালানি মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, দেশটির জেট ফুয়েল বাজারে ১৪ হাজার কিলোলিটার তেল প্রয়োজন হয়। যার দাম প্রায় ৭ কোটি ৭০ লাখ ডলার।

এ প্রসঙ্গে ইন্দোনেশিয়ার জ্বালানি মন্ত্রণালয়ের নবায়নযোগ্য বিভাগের মহাপরিচালক দাদান কুসদিয়ানা বলেন, `আমাদের জেট ফুয়েল হিসেবে ১ লাখ ২০ হাজার কিলোলিটার পাম তেলের প্রয়োজন। তবে এ নিয়ে আরও গবেষণা প্রয়োজন।' 

নাগরিকত্বের জন্য বসবাসের শর্ত দ্বিগুণ করল জাপান

জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টাকে প্রতিহতের ঘোষণা উত্তর কোরিয়ার

তাইওয়ানে মেট্রো স্টেশনে স্মোক বোমা ছুড়ে ছুরি হামলা, নিহত ৩

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের

জান্তার কাছে এবার মায়ের বেঁচে থাকার প্রমাণ চাইলেন সু চিপুত্র