হোম > বিশ্ব > এশিয়া

জেট ফুয়েল ও পাম তেল মিশিয়ে উড়োজাহাজ ওড়াল ইন্দোনেশিয়া

জেট ফুয়েল ও পাম তেল মিশিয়ে পরীক্ষামূলকভাবে উড়োজাহাজ উড়িয়েছে ইন্দোনেশিয়া। আজ বুধবার এই উড়োজাহাজ ওড়ানো হয়। ইন্দোনেশিয়ার একজন জ্যেষ্ঠ মন্ত্রীর বরাত দিয়ে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, উড়োজাহাজটি ১০০ কিলোমিটারের বেশি উড়েছে । এর যাত্রা ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে বান্দুংয়ে গিয়ে শেষ হয়।  

ইন্দোনেশিয়ার অর্থমন্ত্রী এয়ারলাঙ্গা হার্তারতো ভার্চুয়াল কনফারেন্সে বলেন, ইন্দোনেশিয়া পাম তেলের বৃহত্তম উৎপাদক। এ জন্য দেশটির পাম তেলের নানাবিধ ব্যবহার বাড়ানো জরুরি।

ইন্দোনেশিয়ায় বর্তমানে বায়োডিজেল ব্যবহার করা বাধ্যতামূলক। যেখানে ৩০ শতাংশ পাম তেল ব্যবহার করা হয়। দেশটির জ্বালানি খাতে উদ্ভিজ্জ তেলের ব্যবহার আরও বাড়াতে চাইছে সরকার।   

গত বুধবার ইন্দোনেশিয়ার জ্বালানি মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, দেশটির জেট ফুয়েল বাজারে ১৪ হাজার কিলোলিটার তেল প্রয়োজন হয়। যার দাম প্রায় ৭ কোটি ৭০ লাখ ডলার।

এ প্রসঙ্গে ইন্দোনেশিয়ার জ্বালানি মন্ত্রণালয়ের নবায়নযোগ্য বিভাগের মহাপরিচালক দাদান কুসদিয়ানা বলেন, `আমাদের জেট ফুয়েল হিসেবে ১ লাখ ২০ হাজার কিলোলিটার পাম তেলের প্রয়োজন। তবে এ নিয়ে আরও গবেষণা প্রয়োজন।' 

বন্ডাই বিচের ঘটনায় বদলে যেতে পারে অস্ট্রেলিয়ার অস্ত্র-আইন

যাবজ্জীবন কারাদণ্ডের মুখে ধনকুবের থেকে গণতন্ত্রপন্থী আন্দোলনের মুখ জিমি লাই

ফুল, প্রশংসা আর ডলারে ভাসছেন বন্ডাই বিচের ‘নায়ক’ আল-আহমেদ

খালি হাতে বন্দুকধারীকে ঠেকিয়ে নায়ক বনে যাওয়া কে এই আল-আহমেদ

অং সান সু চি হয়তো মারা গেছে, আশঙ্কা ছেলের

ফলের দোকানদার ও বেকার ছেলে: অস্ট্রেলিয়ার সৈকতে হামলাকারী সম্পর্কে যা জানা গেল

অস্ট্রেলিয়ার বন্ডাই বিচে হামলায় নিহত বেড়ে ১৫, আহত ৪০ জনেরও বেশি

বন্ডাই বিচে আহত এই ব্যক্তি ইসরায়েলে হামাসের হামলার মুখেও পড়েছিলেন

বন্ডাই বিচে হামলাকারীর অস্ত্র কেড়ে নিয়ে প্রশংসায় ভাসছেন, কে এই পথচারী

বন্ডাই বিচে গুলির শব্দকে শুরুতে আতশবাজি ভেবেছিলেন অনেকে