ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে আকস্মিক বন্যায় কমপক্ষে আটজনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও তিনজন। ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বরাত দিয়ে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, প্রচণ্ড বৃষ্টিতে মালাং ও বাতু শহরের অসংখ্য বাড়িঘরের ক্ষয়ক্ষতি হয়েছে । আকস্মিক বন্যায় স্থানীয় অনেক ব্রিজ ভেঙে গেছে।
বাতু শহর ধ্বংস্তূপ থেকে ছয়জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এই শহর থেকেই ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আর মালাং শহর থেকে বাকি দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার চেয়ারম্যান আব্দুল মুহারি এক বিবৃতিতে বলেন, এখন পর্যন্ত নিখোঁজ তিনজনকে আমরা উদ্ধারের চেষ্টা করছি।