জাপানে ভূমিধসের ঘটনায় কমপক্ষে ২০ জন নিখোঁজ রয়েছে। আজ শনিবার দেশটির মধ্যাঞ্চলীয় শহর আতামিতে এ ঘটনা ঘটেছে। কর্মকর্তাদের বরাত দিয়ে এমনটি জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
টিভি ফুটেজে দেখা গেছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর আতামিতে ভূমিধসে অনেক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।
জাপানের জাতীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে-এর প্রতিবেদনে বলা হয়, প্রবল বৃষ্টিপাতের ঘটনায় এই ভূমিধসের ঘটনা ঘটেছে।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, পুলিশ এবং দমকল বাহিনী নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে কাজ করছে। এ ছাড়া জরুরি পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় কর্মকর্তারা সরকারের কাছে সাহায্য চেয়েছে। ঘটনাস্থলের কাছাকাছি এলাকাগুলোতে রেল চলাচল স্থগিত করা হয়েছে। ভূমিধসের আঘাতে গাড়ি উল্টে গিয়ে কানাগাওয়া অঞ্চলে অন্তত একজন আহত হয়েছেন।
জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, দেশটির বেশ কিছু এলাকায় আরও অন্তত দুদিন ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে।
জাপানের বর্ষাকালে ভূমি ধসের ঘটনা প্রায়ই ঘটে। ২০১৮ সালে দেশটির ভূমি ধসে দুই শতাধিক মানুষের মৃত্যু হয়েছিল।