হোম > বিশ্ব > এশিয়া

কাঠমান্ডুসহ নেপালের বেশ কয়েকটি শহরে জনসমাগমে নিষেধাজ্ঞা, রাতে চলবে কারফিউ

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: এএফপি

রাজধানী কাঠমান্ডুসহ নেপালের বেশ কয়েকটি শহরে দিনের বেলা জনসমাগম ও নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সেনাবাহিনী। এরপর সন্ধ্যা ৭টা থেকে ভোর ৬টা পর্যন্ত জারি করা হয়েছে কারফিউ।

গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে এ ঘোষণা দিয়েছে নেপালি সেনাবাহিনী। বিবৃতিতে বলা হয়েছে, ‘শুক্রবার সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কোনো ধরনের সমাবেশ, মিছিল বা অপ্রয়োজনীয় চলাচল নিষিদ্ধ থাকবে। এ ছাড়া সন্ধ্যা ৭টা থেকে ভোর ৬টা পর্যন্ত কার্যকর থাকবে কারফিউ। এ সময় কোনো সাধারণ মানুষ রাস্তায় বের হতে পারবেন না।’

তবে সেনাবাহিনী স্পষ্ট করেছে, জরুরি প্রয়োজনে সীমিত চলাচলের সুযোগ রাখা হবে। সকাল ৬টা থেকে ১১টা এবং বিকেল ৫টা থেকে রাত ৭টার মধ্যে মানুষ প্রয়োজনীয় কাজে বের হতে পারবেন।

সম্প্রতি, সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধের ঘোষণা দেয় নেপাল সরকার। এরই জেরে গত কয়েক দিন ধরেই দেশজুড়ে বিভিন্ন স্থানে মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। গত সোমবার যা রূপ নেয় বড় আন্দোলনে। ওই আন্দোলনে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে একদিনেই নিহত হয় ১৯ জন।

১৯ বিক্ষোভকারীর মৃত্যুর পর আন্দোলন আরও তীব্র হয়ে ওঠে। প্রাণহানির জন্য নিজেদের ব্যর্থতা স্বীকার করে পদত্যাগ করেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ও কৃষিমন্ত্রী। পরদিন মঙ্গলবার পার্লামেন্ট ভবন, প্রেসিডেন্টের ভবনসহ বিভিন্ন মন্ত্রীদের বাড়িতে অগ্নিসংযোগ করে ক্ষুব্ধ জনতা। দেশজুড়ে সৃষ্টি হয় চরম বিশৃঙ্খলা। লুটতরাজ-ভাঙচুর নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। উত্তেজিত জনতার পিটুনিতে মৃত্যু হয় তিন পুলিশ সদস্যের।

পরিস্থিতি বেগতিক দেখে পদত্যাগ করেন প্রধানমন্ত্রী কেপি ওলি। কিন্তু তাতেও পরিস্থিতি শান্ত না হওয়ায় গত মঙ্গলবার নেপালের দায়িত্ব নেয় সেনাবাহিনী। মঙ্গলবার সন্ধ্যায় নেপালের সেনাপ্রধান অশোক রাজ সিগদেল জাতির উদ্দেশে ভাষণ দেন। তিনি তরুণ প্রজন্মের বিক্ষোভকারীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন—সহিংস পথ পরিহার করে আলোচনার টেবিলে বসতে হবে।

পাশাপাশি, আইন ভঙ্গ করলে কঠোর শাস্তি পেতে হবে বলে হুঁশিয়ারিও দিয়েছে সেনাবাহিনী। এক বিবৃতিতে সবাইকে সতর্ক করে বলা হয়, আইনশৃঙ্খলা রক্ষায় বদ্ধপরিকর তারা। প্রয়োজন হলে কঠোর হতে তারা দ্বিধা করবে না বলেও জানানো হয়।

৮০ হাজার মানুষের সামনে শিশুকে দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করাল তালেবান, জাতিসংঘের নিন্দা

মিয়ানমারে আফিম চাষ বেড়েছে বহুগুণ, সংঘাত ও দারিদ্র্যে চোরাচালানে জড়াচ্ছেন কৃষকেরা

এশিয়ার চার দেশে বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা ১১০০ ছাড়াল

এশিয়াজুড়ে বন্যা–ভূমিধসের তাণ্ডব, মৃতের সংখ্যা ৯০০ ছাড়াল

প্রথমবারের মতো কাঠমান্ডুতে মৎস্য মেলার আয়োজন করল বাংলাদেশ

বন্যায় বিপর্যস্ত দক্ষিণ এশিয়া, চার দেশে ৬০০ জনের প্রাণহানি

ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা ৩০০ ছাড়াল

বিদেশে থাকা নাগরিকেরা ফিরতে চাইলে স্বাগত জানানো হবে: মিয়ানমারের জান্তাপ্রধান

ঘূর্ণিঝড়ে শ্রীলঙ্কায় মৃত বেড়ে ১৫৩, আন্তর্জাতিক সাহায্য প্রার্থনা

থাইল্যান্ড, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ায় বন্যা, ভ্রমণের আগে পর্যটকদের যা জানা দরকার