হোম > বিশ্ব > এশিয়া

তালেবান মেরে ফেললেও আফগানিস্তান ছাড়বেন না মন্দিরের পুরোহিত

পুরো আফগানিস্তান এখন তালেবানের নিয়ন্ত্রণে। রাজধানী কাবুল ছাড়তে মরিয়া বিদেশি নাগরিক ও আশরাফ গনি সরকারের সমর্থকেরা। সরকার ঘনিষ্ঠরা নিজেদের ও পরিবারের নিরাপত্তা নিয়ে যারপরনাই উদ্বিগ্ন। ভয়াবহ উদ্বেগের মধ্যে দিন কাটছে সংখ্যালঘু সম্প্রদায় ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের। 

এরই মধ্যে ভারত সরকার আফগানিস্তানে অবস্থানরত হিন্দু, বৌদ্ধ ও অন্যান্য সংখ্যালঘুদের নিরাপদে আশ্রয় দেওয়ার ঘোষণা দিয়েছে। বিশেষ উড়োজাহাজও পাঠিয়েছে। 

কিন্তু এ পরিস্থিতির মধ্যেও বাপ–দাদার ভিটেমাটি ছাড়তে রাজি হননি এক হিন্দু পুরোহিত। তিনি থাকেন রাজধানী কাবুলে। সেখানে রতন নাথ মন্দিরের পুরোহিত তিনি। তাঁর এককথা, পূর্ব পুরুষদের এই মন্দির ছেড়ে তিনি কোথাও যাবেন না। 

এই ঘটনা বেশ কয়েকজন টুইটারে শেয়ার করেছেন। পূর্ব–পুরুষ ও উত্তরাধিকারের প্রতি এই নিঃশর্ত অঙ্গীকার যেন বিরল দৃষ্টান্ত। প্রশংসায় ভাসছেন পণ্ডিত রাজেশ কুমার। 

তিনি বলেছেন, এই মন্দির কয়েক শ বছর ধরে তাঁর পূর্ব পুরুষেরা দেখভাল করেন। রাজেশ কুমার বলেন, আমি এই মন্দির ছেড়ে যাব না। তালেবান যদি আমাকে হত্যা করে, তাহলে সেটি আমার সেবা বলেই ধরে নেব।’ 

তিনি আরও বলেন, এখানে অনেক হিন্দু এবং ভক্ত তাঁকে তাঁদের সঙ্গে চলে যেতে পীড়াপিড়ি করেছে। কিন্তু তিনি যেতে চান না। 

উল্লেখ্য, ভারতীয় বিমান বাহিনির একটি উড়োজাহাজ আজ মঙ্গলবার সকালে কাবুলে গিয়ে পৌঁছায়। এই উড়োজাহাজে করে সেখানে আটকে পড়া ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনা হয়েছে।

বন্ডি বিচে গুলির শব্দকে শুরুতে আতশবাজি ভেবেছিলেন অনেকে

বন্ডি বিচে সন্ত্রাসী হামলায় শনাক্ত কে এই নাভিদ আকরাম

অস্ট্রেলিয়ায় সমুদ্রসৈকতে ইহুদিদের হানুক্কা উৎসবে গুলি, নিহত অন্তত ১০

থাইল্যান্ডের সঙ্গে সীমান্ত বন্ধ করল কম্বোডিয়া

ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরও থাইল্যান্ড-কম্বোডিয়া সংঘর্ষ চলছে

দক্ষিণ কোরিয়ায় ইংরেজি পরীক্ষা নিয়ে এত হইচই কেন

লোকলজ্জার ভয় ও মার্কিন অর্থায়ন হ্রাস, পাপুয়া নিউগিনিতে এইচআইভি এখন ‘জাতীয় সংকট’

হাসপাতালে মিয়ানমার জান্তার বিমান হামলা, নিহত অন্তত ৩০

স্কুলে মোবাইল নিষিদ্ধের এক বছর পর কী ফল পেল নিউজিল্যান্ড

আফগানিস্তানে ‘পিকি ব্লাইন্ডার্স’ চরিত্র সাজায় চার যুবককে গ্রেপ্তার