হোম > বিশ্ব > এশিয়া

১২ ফুট উচ্চতার ঢেউ আছড়ে পড়ে জাপানের ওয়াজিমা বন্দরে

বছরের প্রথম দিনই একের পর এক ভূমিকম্পে কেঁপে উঠল জাপান। এর মধ্যে একটির মাত্রা ছিল ৭.৬। এই অবস্থায় দেশটিতে সুনামি সতর্কতা জারি করা হয়। তবে ভূমিকম্পের ১০ মিনিটের মধ্যেই ১২ ফুট উচ্চতার একটি ঢেউ এসে আছড়ে পড়ে দেশটির ইশিকাওয়া প্রিফেকচারের ওয়াজিমা বন্দরে। 

আবহাওয়া বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, জাপানের উপকূলে ৫ মিটার উঁচু সুনামির ঢেউও আছড়ে পড়তে পারে। সুনামির আশঙ্কায় ইতিমধ্যে খালি করে দেওয়া হয়েছে পশ্চিম উপকূল।

ওয়াজিমা শহরে ১২ ফুট উচ্চতার ঢেউ আঘাত হানার পাশাপাশি ভূমিকম্পের জেরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছে। একটি বিধ্বস্ত বাড়ির নিচে ছয়জন আটকে আছে বলেও আশঙ্কা করা হচ্ছে। শহরটির এয়ার সেলফ ডিফেন্স ফোর্স-বেসে আশ্রয় নিয়েছে হাজারখানেক বাসিন্দা। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের কম্বল, পানীয় জল ও খাবারের ব্যবস্থা করা হয়েছে। 

এ ছাড়া দেশটির বিভিন্ন অংশে একাধিক বাড়ি ধসে পড়ার খবর পাওয়া গেছে। বন্ধ হয়ে গেছে একাধিক হাইওয়ে। বিদ্যুৎহীন অবস্থায় আছে ৩৩ হাজারের বেশি বাড়ি। আওয়ারা, ফুকুই প্রিফেকচারে ভেঙে পড়ে যাওয়া বাড়ির আঘাতে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে গুরুতর আহত দুই নারীকে। ইটোইগাওয়া, নিগাতা প্রিফেকচারে বাড়ি খালি করার সময় পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছেন এক বৃদ্ধা। কর্তৃপক্ষ প্রায় ৫১ হাজার বাসিন্দাকে বাড়ি খালি করার নির্দেশ দিয়েছে।

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের

জান্তার কাছে এবার মায়ের বেঁচে থাকার প্রমাণ চাইলেন সু চিপুত্র

বন্ডাই বিচে হামলাকারীকে থামাতে গিয়ে প্রাণ হারান এক বৃদ্ধ দম্পতিও!

পাকিস্তানি বলে গুঞ্জন—বন্ডাই বিচের হামলাকারীরা আসলে ভারতীয়

বন্ডাই বিচ ট্র্যাজেডি: ভারত ও অস্ট্রেলিয়ার পাসপোর্টে ফিলিপাইনে গিয়েছিল হামলাকারী বাবা-ছেলে

বন্ডাই বিচের ঘটনায় বদলে যেতে পারে অস্ট্রেলিয়ার অস্ত্র-আইন

যাবজ্জীবন কারাদণ্ডের মুখে ধনকুবের থেকে গণতন্ত্রপন্থী আন্দোলনের মুখ জিমি লাই