হোম > বিশ্ব > এশিয়া

ভুটানের জমি দখল করে ৪টি চীনা গ্রাম তৈরি

‘দ্য ইন্টেল ল্যাবের' একজন গবেষক এক টুইটে বলেছেন, চীন এবং ভুটানের বিতর্কিত ডোকলাম মালভূমি অঞ্চলে চীন স্থাপনা গড়ে তুলেছে। স্যাটেলাইটের মাধ্যমে তোলা ছবিতে দেখা গেছে ভুটানি ভূখণ্ডের প্রায় ১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে একাধিক চীনা নতুন গ্রাম গড়ে তোলা হয়েছে।

এনডিটিভির খবরে বলা হয়েছে, বিতর্কিত এই এলাকাটি ডোকলাম মালভূমির কাছে অবস্থিত। এই এলাকায় চীন ৪টি গ্রাম গড়ে তুলেছে। এই অঞ্চলে ভারত এবং চীন ২০১৭ সালে মুখোমুখি হয়েছিল। তারপর চীন এই অঞ্চলে রাস্তা নির্মাণের কার্যকলাপ পুনরায় শুরু করতে ভারতীয় প্রতিরক্ষাকে উপেক্ষা করেছিল। এই এলাকা দিল্লি এবং বেইজিংয়ের মধ্যে বিতর্কের মূল বিন্দু। 

প্রতিবেদনে আরও বলা হয়েছে, গ্রামগুলি ২০২০ সালের মে থেকে ২০২১ সালের নভেম্বরের মধ্যে তৈরি করা হয়েছে। 

ভুটানের মাটিতে চীনের এই নতুন নির্মাণ ভারতের জন্য বিশেষভাবে উদ্বেগজনক। কারণ ভারত ঐতিহাসিকভাবে ভুটানকে তার বৈদেশিক সম্পর্ক নীতিতে পরামর্শ দিয়েছে এবং তার সশস্ত্র বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া অব্যাহত রেখেছে। 

তবে ভুটান তার স্থল সীমানা পুনর্বিবেচনার জন্য ক্রমাগত চীনা চাপের সম্মুখীন হয়েছে। তাই ভুটানের মাটিতে এই নতুন গ্রামগুলি নির্মাণ ভুটানের সঙ্গে কোন চুক্তির অংশ কি না, তা দেখার বিষয় রয়েছে।

বন্ডাই বিচে হামলাকারীকে থামাতে গিয়ে প্রাণ হারান এক বৃদ্ধ দম্পতিও!

পাকিস্তানি বলে গুঞ্জন—বন্ডাই বিচের হামলাকারীরা আসলে ভারতীয়

বন্ডাই বিচ ট্র্যাজেডি: ভারত ও অস্ট্রেলিয়ার পাসপোর্টে ফিলিপাইনে গিয়েছিল হামলাকারী বাবা-ছেলে

বন্ডাই বিচের ঘটনায় বদলে যেতে পারে অস্ট্রেলিয়ার অস্ত্র-আইন

যাবজ্জীবন কারাদণ্ডের মুখে ধনকুবের থেকে গণতন্ত্রপন্থী আন্দোলনের মুখ জিমি লাই

ফুল, প্রশংসা আর ডলারে ভাসছেন বন্ডাই বিচের ‘নায়ক’ আল-আহমেদ

খালি হাতে বন্দুকধারীকে ঠেকিয়ে নায়ক বনে যাওয়া কে এই আল-আহমেদ

অং সান সু চি হয়তো মারা গেছে, আশঙ্কা ছেলের

ফলের দোকানদার ও বেকার ছেলে: অস্ট্রেলিয়ার সৈকতে হামলাকারী সম্পর্কে যা জানা গেল

অস্ট্রেলিয়ার বন্ডাই বিচে হামলায় নিহত বেড়ে ১৫, আহত ৪০ জনেরও বেশি