হোম > বিশ্ব > এশিয়া

প্রয়োজন পড়লে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি কিমের

সংকট মোকাবিলায় প্রয়োজনে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হবে বলে হুমকি দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। স্থানীয় সময় বুধবার (২৭ জুলাই) দেশটির বিজয় দিবসের অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এই হুমকি দেন কিম। 

আল জাজিরা জানায়, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক সংঘাত হলে পিয়ংইয়ং পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে প্রস্তুত বলে জানিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। কোরিয়া যুদ্ধ অবসানের ৬৯ তম বার্ষিকীতে দেওয়া ভাষণে কিম জং উন বলেন, ‘আমাদের সামরিক বাহিনী যেকোনো সংকট মোকাবিলার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত। এমনকি আমাদের দেশের পারমাণবিক অস্ত্রও শত্রুর বিরুদ্ধে ব্যবহারের জন্য প্রস্তুত রয়েছে।’

কিম বলেন, যুদ্ধ অবসানের ৭০ বছরে এসেও যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়াকে সঙ্গে নিয়ে উত্তর কোরিয়ার বিরুদ্ধে বিপজ্জনক ও অবৈধ আঁতাত চালাচ্ছে। পাশাপাশি উত্তর কোরিয়ার বিরুদ্ধে নানা চক্রান্ত করে যুক্তরাষ্ট্র এমন আচরণকে ন্যায্য বলে প্রমাণের চেষ্টা করছে। সামরিক তৎপরতার নামে যুক্তরাষ্ট্র দ্বিমুখী অবস্থান বজায় রেখে চলেছে এবং দক্ষিণ কোরিয়ার সঙ্গে মিলে যে সামরিক মহড়া চালাচ্ছে তা উত্তর কোরিয়ার বিরুদ্ধে মারাত্মক হুমকি এবং উসকানিমূলক বলেও মন্তব্য করেন উত্তর কোরিয়ার নেতা। 

এদিকে পিয়ংইয়ং যেকোনো সময় পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাতে পারে বলে গত মাসে সতর্ক করেছিল যুক্তরাষ্ট্র। ২০১৭ সালে প্রথম পারমাণবিক পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। এ ছাড়া প্রায় প্রতি মাসেই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাচ্ছে দেশটি। 

যে কৌশলে রুশ ধনকুবেরদের কণ্ঠরোধ করেছেন পুতিন

সহিংসতা ও প্রত্যাখ্যানের মধ্যে মিয়ানমারে চলছে ‘প্রহসনের’ নির্বাচন

জাপানে তুষারপাতে পিচ্ছিল রাস্তায় ৫০টি গাড়ির সংঘর্ষ, নিহত ২

রক্তক্ষয়ী সংঘর্ষের পর দ্বিতীয়বার যুদ্ধবিরতিতে থাইল্যান্ড-কম্বোডিয়া

নাজিব রাজাকের ১৫ বছরের কারাদণ্ড, জটিল সমীকরণে মালয়েশিয়ার সরকার

৫৪ কোটি ডলার পাচার: ক্ষমতার অপব্যবহারে দোষী সাব্যস্ত মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী

চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই রেকর্ড প্রতিরক্ষা বাজেট অনুমোদন করল জাপান

থাই-কম্বোডিয়া সীমান্তে গুঁড়িয়ে দেওয়া হলো বিষ্ণু মূর্তি, নিন্দা জানাল ভারত

নাগরিকত্বের জন্য বসবাসের শর্ত দ্বিগুণ করল জাপান

জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টাকে প্রতিহতের ঘোষণা উত্তর কোরিয়ার