হোম > বিশ্ব > এশিয়া

প্রয়োজন পড়লে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি কিমের

সংকট মোকাবিলায় প্রয়োজনে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হবে বলে হুমকি দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। স্থানীয় সময় বুধবার (২৭ জুলাই) দেশটির বিজয় দিবসের অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এই হুমকি দেন কিম। 

আল জাজিরা জানায়, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক সংঘাত হলে পিয়ংইয়ং পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে প্রস্তুত বলে জানিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। কোরিয়া যুদ্ধ অবসানের ৬৯ তম বার্ষিকীতে দেওয়া ভাষণে কিম জং উন বলেন, ‘আমাদের সামরিক বাহিনী যেকোনো সংকট মোকাবিলার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত। এমনকি আমাদের দেশের পারমাণবিক অস্ত্রও শত্রুর বিরুদ্ধে ব্যবহারের জন্য প্রস্তুত রয়েছে।’

কিম বলেন, যুদ্ধ অবসানের ৭০ বছরে এসেও যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়াকে সঙ্গে নিয়ে উত্তর কোরিয়ার বিরুদ্ধে বিপজ্জনক ও অবৈধ আঁতাত চালাচ্ছে। পাশাপাশি উত্তর কোরিয়ার বিরুদ্ধে নানা চক্রান্ত করে যুক্তরাষ্ট্র এমন আচরণকে ন্যায্য বলে প্রমাণের চেষ্টা করছে। সামরিক তৎপরতার নামে যুক্তরাষ্ট্র দ্বিমুখী অবস্থান বজায় রেখে চলেছে এবং দক্ষিণ কোরিয়ার সঙ্গে মিলে যে সামরিক মহড়া চালাচ্ছে তা উত্তর কোরিয়ার বিরুদ্ধে মারাত্মক হুমকি এবং উসকানিমূলক বলেও মন্তব্য করেন উত্তর কোরিয়ার নেতা। 

এদিকে পিয়ংইয়ং যেকোনো সময় পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাতে পারে বলে গত মাসে সতর্ক করেছিল যুক্তরাষ্ট্র। ২০১৭ সালে প্রথম পারমাণবিক পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। এ ছাড়া প্রায় প্রতি মাসেই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাচ্ছে দেশটি। 

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের

জান্তার কাছে এবার মায়ের বেঁচে থাকার প্রমাণ চাইলেন সু চিপুত্র

বন্ডাই বিচে হামলাকারীকে থামাতে গিয়ে প্রাণ হারান এক বৃদ্ধ দম্পতিও!

পাকিস্তানি বলে গুঞ্জন—বন্ডাই বিচের হামলাকারীরা আসলে ভারতীয়

বন্ডাই বিচ ট্র্যাজেডি: ভারত ও অস্ট্রেলিয়ার পাসপোর্টে ফিলিপাইনে গিয়েছিল হামলাকারী বাবা-ছেলে

বন্ডাই বিচের ঘটনায় বদলে যেতে পারে অস্ট্রেলিয়ার অস্ত্র-আইন