হোম > বিশ্ব > এশিয়া

সমুদ্রে ভাসছিল ১০২ রোহিঙ্গা, উদ্ধার করল শ্রীলঙ্কার নৌবাহিনী

ছবি: এপি

একটি নৌকার মধ্যে সমুদ্রে ভাসমান অবস্থায় ১০২ জনকে উদ্ধার করেছে শ্রীলঙ্কার নৌবাহিনী। ধারণা করা হচ্ছে, তাঁরা সবাই রোহিঙ্গা শরণার্থী। একটি মাছ ধরার ট্রলারে শ্রীলঙ্কার উত্তর উপকূলে তাঁদের পাওয়া যায়।

শুক্রবার শ্রীলঙ্কার নৌবাহিনীর মুখপাত্র গায়ান বিক্রমসুরিয়া এই তথ্য জানান।

লঙ্কান কর্তৃপক্ষের বরাত দিয়ে অ্যাসোসিয়েট প্রেস (এপি) জানিয়েছে, গত বৃহস্পতিবার শ্রীলঙ্কার উত্তরের উপকূলে ওই ট্রলারটিকে জেলেরাই প্রথমে দেখতে পেয়েছিলেন। ট্রলারে ২৫ শিশু এবং ৩০ নারীসহ ১০২ জন ছিলেন। পরে নৌবাহিনীর জাহাজ তাদেরকে শ্রীলঙ্কার পূর্ব উপকূলের নৌঘাঁটিতে নিয়ে আসে। সেখানেই তাঁদের প্রাথমিক চিকিৎসা, খাদ্য ও পানীয় সরবরাহ করা হয়।

নৌবাহিনীর মুখপাত্র বিক্রমসুরিয়া জানান, ভাষাগত সমস্যার কারণে তারা নিশ্চিত হতে পারেননি, নৌকার মধ্যে থাকা মানুষেরা রোহিঙ্গা কিনা। তবে নৌবাহিনীর ধারণা, তাঁরা মিয়ানমার থেকেই এসেছে।

এর আগে ২০২২ সালেও শ্রীলঙ্কার নৌবাহিনী একইভাবে ১০০ রোহিঙ্গা শরণার্থীকে উদ্ধার করেছিল। শ্রীলঙ্কার জলসীমায় ভাসছিল তাঁরা।

মুসলিম রোহিঙ্গা জনগোষ্ঠী দীর্ঘদিন ধরেই মিয়ানমারে ব্যাপক বৈষম্যের শিকার। তাদের বেশির ভাগকেই নাগরিকত্ব দেওয়া হয় না।

২০১৭ সালে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর এক নৃশংস দমন অভিযানের ফলে লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়। ওই অভিযানের সময় গণধর্ষণ ও গণহত্যার অভিযোগ ওঠে। বর্তমানে ১০ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে শরণার্থী হিসেবে বসবাস করছে।

বাংলাদেশের শরণার্থীশিবিরগুলোর অতিরিক্ত জনসংখ্যা ও কষ্টকর পরিবেশ থেকে পালানোর জন্য হাজারো রোহিঙ্গা প্রতিবেশী দেশগুলোতে পাড়ি দেওয়ার চেষ্টা করছে। নভেম্বর থেকে ইন্দোনেশিয়ায় রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় দেশটি আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে।

বন্ডাই বিচের ঘটনায় বদলে যেতে পারে অস্ট্রেলিয়ার অস্ত্র-আইন

যাবজ্জীবন কারাদণ্ডের মুখে ধনকুবের থেকে গণতন্ত্রপন্থী আন্দোলনের মুখ জিমি লাই

ফুল, প্রশংসা আর ডলারে ভাসছেন বন্ডাই বিচের ‘নায়ক’ আল-আহমেদ

খালি হাতে বন্দুকধারীকে ঠেকিয়ে নায়ক বনে যাওয়া কে এই আল-আহমেদ

অং সান সু চি হয়তো মারা গেছে, আশঙ্কা ছেলের

ফলের দোকানদার ও বেকার ছেলে: অস্ট্রেলিয়ার সৈকতে হামলাকারী সম্পর্কে যা জানা গেল

অস্ট্রেলিয়ার বন্ডাই বিচে হামলায় নিহত বেড়ে ১৫, আহত ৪০ জনেরও বেশি

বন্ডাই বিচে আহত এই ব্যক্তি ইসরায়েলে হামাসের হামলার মুখেও পড়েছিলেন

বন্ডাই বিচে হামলাকারীর অস্ত্র কেড়ে নিয়ে প্রশংসায় ভাসছেন, কে এই পথচারী

বন্ডাই বিচে গুলির শব্দকে শুরুতে আতশবাজি ভেবেছিলেন অনেকে