চলতি বছর প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। গতকাল বুধবার এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয় বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএর প্রতিবেদনে বলা হয়, ক্ষেপণাস্ত্রটি ৭০০ কিলোমিটার দূরে একটি নির্দিষ্ট লক্ষ্যকে সুনির্দিষ্টভাবে আঘাত করতে সক্ষম।
গতকাল বুধবার জাপান কোস্টগার্ডের পক্ষ থেকে বলা হয়, উত্তর কোরিয়া নিজেদের পূর্ব উপকূলে সন্দেহজনক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করেছে।
এ নিয়ে দ্বিতীয়বারের মতো হাইপারসনিক মিসাইলের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া। এটি ব্যালিস্টিক মিসাইলের চেয়েও বেশি দূরের লক্ষ্যে আঘাত হানতে সক্ষম।
এর আগে ইংরেজি নববর্ষ উপলক্ষে দেওয়া ভাষণে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং-উন পিয়ংইয়ংয়ের প্রতিরক্ষাব্যবস্থা জোরদার করার কথা বলেছেন। এরপরই এই পরীক্ষা চালাল উত্তর কোরিয়া।
গত বছরও দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের আপত্তি সত্ত্বেও বেশ কয়েকবার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় উত্তর কোরিয়া।