অস্ট্রেলিয়ার তাসমানিয়া রাজ্যে ‘বাউন্সি ক্যাসল’ দুর্ঘটনায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এই দুর্ঘটনায় মোট ছয়জনের মৃত্যু হলো। পুলিশের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার তিন দিন পর স্থানীয় সময় রোববার হোবার্ট হাসপাতালে চ্যাস হ্যারিসনের (১১) মৃত্যু হয়।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন এই দুর্ঘটনাকে বলেছেন ‘কল্পনাতীতভাবে হৃদয়বিদারক’।
তাসমানিয়া পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে।
উল্লেখ্য, বাউন্সি ক্যাসল শিশুদের খেলার জন্য বাতাসে ফোলানো এক ধরনের ঘর বিশেষ।