হোম > বিশ্ব > এশিয়া

বিশ্বের অর্থনৈতিক ব্যবস্থা সংশোধনে কাজ করছে রাশিয়া: পুতিন 

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়া বিশ্বের অর্থনৈতিক ব্যবস্থার সংশোধনের পক্ষে কাজ করছে। স্থানীয় সময় আজ বৃহস্পতিবার কাজাখস্তানের রাজধানী আস্তানায় এক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। তুরস্কের সংবাদ সংস্থা আনাদলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

এশীয় দেশগুলোর সরকারের মধ্যে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতাসহ বিভিন্ন ইস্যুতে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে গঠিত প্ল্যাটফর্ম কনফারেন্স অন ইন্টারেকশন অ্যান্ড কনফিডেন্স–বিল্ডিং মেজারস ইন এশিয়া (সিআইসিএ) কাজাখস্তানের রাজধানী আস্তানায় এই সম্মেলনের আয়োজন করেছে।

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানের ভাষণে বলেছেন, বর্তমান বিশ্বের অর্থ ব্যবস্থা ‘গোল্ডেন বিলিয়নিয়ারদের’ হাতে নিয়ন্ত্রিত হচ্ছে। যেখানে তাঁরা স্রেফ সাধারণ মানুষের কাছ থেকে অন্যদের কাছ থেকে সম্পদ আহরণ করছে এবং করে গরিবদের জীবন ধ্বংস করতে প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছে। ‘গোল্ডেন বিলিয়ন’ হলো একটি ষড়যন্ত্র তত্ত্ব, যেখানে বলা হয়েছে বিশ্বে অভিজাতরা সব সম্পদ কুক্ষিগত করতে এবং প্রতিনিয়ত সাধারণ মানুষের জীবন ধ্বংস করার জন্য ঘটনা ঘটিয়ে চলেছে। এই তত্ত্ব রাশিয়ায় বেশ জনপ্রিয়।

এশিয়া বিশ্বের উদীয়মান অর্থনৈতিক কেন্দ্র উল্লেখ করে পুতিন বলেন, ‘এই মহাদেশ বহুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে।’ তিনি আরও বলেন, ‘বিশ্বে পণ্য সরবরাহের ক্ষেত্রে সকল ধরনের বাধা–বিঘ্ন তুলে দেওয়া উচিত।’ পুতিন তাঁর ভাষণে উল্লেখ করেন, রাশিয়া একটি ন্যায্য ও অবিভাজ্য বিশ্ব গড়ে তোলার লক্ষ্যে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

বিমানের ডানায় আটকে গেল প্যারাস্যুট, অলৌকিকভাবে বাঁচলেন স্কাইডাইভার

হাসপাতালে মিয়ানমার জান্তার বিমান হামলা, নিহত অন্তত ৩০

স্কুলে মোবাইল নিষিদ্ধের এক বছর পর কী ফল পেল নিউজিল্যান্ড

আফগানিস্তানে ‘পিকি ব্লাইন্ডার্স’ চরিত্র সাজায় চার যুবককে গ্রেপ্তার

জাপানকে ঘিরে চীনা-রুশ যুদ্ধবিমানের চক্কর—অভিযোগ টোকিওর

ইন্দোনেশিয়ায় ড্রোন সরবরাহ প্রতিষ্ঠানের কার্যালয়ে আগুন, নিহত ২০

থাইল্যান্ড–কম্বোডিয়া সীমান্তে নতুন করে ছড়িয়ে পড়েছে সংঘাত, নিহত ৭

৭.৬ মাত্রার ভূমিকম্পে জাপানে আহত ৩০, সরিয়ে নেওয়া হয়েছে হাজারো মানুষকে

অস্ট্রেলিয়ায় তরুণীকে হত্যার পর ৪ বছর ভারতে লুকিয়ে ছিলেন ঘাতক

৭.৬ মাত্রার ভূমিকম্পের পর জাপানে সুনামি সতর্কতা