হোম > বিশ্ব > এশিয়া

কাবুল বিমানবন্দরের নিয়ন্ত্রণ নিতে প্রস্তুত তালেবান

গত বৃহস্পতিবার কাবুল বিমানবন্দরে হামলা চালায় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। এখনো উত্তপ্ত অবস্থায় রয়েছে কাবুল বিমানবন্দরের পরিস্থিতি। আজও সেখানে হামলা হতে পারে বলে আশঙ্কা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। জো বাইডেন বলেন, ‘আফগানিস্তানের পরিস্থিতি এখন খুবই বিপজ্জনক অবস্থায় রয়েছে। মার্কিন সামরিক বাহিনীর কমান্ডাররা জানিয়েছে, আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে কাবুল বিমানবন্দরে ফের হামলা হতে পারে।’ 

এদিকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, তালেবান কাবুল বিমানবন্দরের নিয়ন্ত্রণ নিতে ‘চূড়ান্ত অনুমোদনের’ অপেক্ষায় রয়েছে। 

নাম প্রকাশে অনিচ্ছুক তালেবানের এক কর্মকর্তা রোববার বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, কাবুল বিমানবন্দর নিয়ন্ত্রণে নিতে তালেবানের ইঞ্জিনিয়ার ও টেকনিশিয়ানরা প্রস্তুত রয়েছে। কাবুল বিমানবন্দরে পূর্ণ নিয়ন্ত্রণ পেতে আমরা যুক্তরাষ্ট্রের কাছ থেকে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় আছি। যুক্তরাষ্ট্র কাবুল বিমানবন্দরের নিয়ন্ত্রণ দ্রুত তালেবানের হাতে বুঝিয়ে দিতে ও তালেবান দ্রুত কাবুল বিমানবন্দরের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্র থেকে বুঝে নিতে প্রস্তুত। 

প্রসঙ্গত, আফগানিস্তানের রাজধানী কাবুলের বিমানবন্দরে গত বৃহস্পতিবারের হামলার ঘটনায় এ পর্যন্ত প্রাণ গেছে ১৭৫ জনের। হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। 

কাবুল বিমানবন্দরে হামলার পর যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় আফগানিস্তানে ইসলামিক স্টেট জিহাদি গোষ্ঠীর দুই শীর্ষ জঙ্গি নিহত হন। 

শনিবার এক বিবৃতিতে প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ‘এই ড্রোন হামলা এটাই শেষ নয়। জঘন্য হামলাকারীদের খুঁজতে আমরা অভিযান অব্যাহত রাখব এবং তাঁদের চড়া মূল্য দিতে হবে।’ 

উল্লেখ্য, তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর এখনো প্রত্যাবাসন প্রক্রিয়া অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। তবে সকল সেনা, কূটনীতিক ও কর্মকর্তাদের এরই মধ্যে কাবুল থেকে সরিয়ে নিয়েছে যুক্তরাজ্য।     

নাগরিকত্বের জন্য বসবাসের শর্ত দ্বিগুণ করল জাপান

জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টাকে প্রতিহতের ঘোষণা উত্তর কোরিয়ার

তাইওয়ানে মেট্রো স্টেশনে স্মোক বোমা ছুড়ে ছুরি হামলা, নিহত ৩

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের

জান্তার কাছে এবার মায়ের বেঁচে থাকার প্রমাণ চাইলেন সু চিপুত্র