হোম > বিশ্ব > এশিয়া

নেপালে বাস নদীতে পড়ে ১৪ ভারতীয় পর্যটক নিহত

নেপালের তানাহুন জেলায় একটি যাত্রীবাহী বাস নদীতে পড়ে ১৪ ভারতীয় পর্যটক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার নেপালের পোখারা থেকে রাজধানী কাঠমান্ডু যাওয়ার সময় তানাহুন জেলার মারস্যাংদি নদীতে পড়ে যায় বাসটি। 

পুলিশ জানিয়েছে, মারস্যাংদি নদী থেকে ১৪টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ১৬ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও অন্তত ১১ জন। তাঁদের খোঁজে যৌথ অভিযান পরিচালনা করছে পুলিশ ও সেনাবাহিনী। তবে দুর্ঘটনার কারণ ও হতাহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। 

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, কাঠমান্ডুতে নিযুক্ত ভারতীয় দূতাবাসের সমন্বয়ে উদ্ধারকারী দল নিয়ে সামরিক হেলিকপ্টার ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে। পুলিশ জানিয়েছে, হোটেল রেকর্ড থেকে পাওয়া তথ্য যাচাই করে ভুক্তভোগীদের বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। ভারতের মহারাষ্ট্র রাজ্যের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ জানিয়েছেন, দুর্ঘটনাকবলিত বাসটির যাত্রীদের মধ্যে তাঁর রাজ্যের বাসিন্দাও রয়েছেন। 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পোখারা থেকে আসা বাসটি আবু খাইরানি এলাকার কাছে মারস্যাংদি নদীতে পড়ে যায়। তবে বাসটি পুরোপুরি ডুবে যায়নি। 

বাসের নম্বরপ্লেটের তথ্য অনুযায়ী, সেটি ভারতের উত্তর প্রদেশে নিবন্ধিত। বুধবার পোখারায় পৌঁছানোর পর গতকাল সকালে কাঠমান্ডুর উদ্দেশে রওনা দিয়েছিল এটি। এতে ৪১ জনের মতো যাত্রী ছিলেন বলে জানা গেছে। 

ভারতীয় পর্যটক ও তীর্থযাত্রীদের কাছে নেপালের পোখারা থেকে দেশটির রাজধানী শহর কাঠমান্ডুতে যাওয়ার বাস রুট বেশ জনপ্রিয়। তবে নেপালের দুর্বল সড়ক যোগাযোগব্যবস্থা এবং পার্বত্য অঞ্চলগুলোতে সরু রাস্তার কারণে মাঝেমধ্যেই দেশটিতে সড়ক দুর্ঘটনার খবর পাওয়া যায়।

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের

জান্তার কাছে এবার মায়ের বেঁচে থাকার প্রমাণ চাইলেন সু চিপুত্র

বন্ডাই বিচে হামলাকারীকে থামাতে গিয়ে প্রাণ হারান এক বৃদ্ধ দম্পতিও!

পাকিস্তানি বলে গুঞ্জন—বন্ডাই বিচের হামলাকারীরা আসলে ভারতীয়

বন্ডাই বিচ ট্র্যাজেডি: ভারত ও অস্ট্রেলিয়ার পাসপোর্টে ফিলিপাইনে গিয়েছিল হামলাকারী বাবা-ছেলে

বন্ডাই বিচের ঘটনায় বদলে যেতে পারে অস্ট্রেলিয়ার অস্ত্র-আইন

যাবজ্জীবন কারাদণ্ডের মুখে ধনকুবের থেকে গণতন্ত্রপন্থী আন্দোলনের মুখ জিমি লাই