হোম > বিশ্ব > এশিয়া

ফিলিপাইনে ভূমিধসে বাড়ি চাপা পড়ে নিহত অন্তত ১০

ফিলিপাইনে ভূমিধসে বাড়ির নিচে চাপা পড়ে পাঁচ শিশুসহ অন্তত ১০ জন নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার ঘটনার সময় দেশটির দক্ষিণাঞ্চলের ওই বাড়িতে ধর্মীয় প্রার্থনা চলছিল। এঘটনায় দুজন গুরুতর আহত হয়েছে বলে বার্তা সংস্থা এপি জানিয়েছে।

দেশটির বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর আঞ্চলিক প্রধান এডনার দায়াংঘিরাংকে উদ্ধৃত করে বার্তা সংস্থা এপি জানিয়েছে, দাভাও দে ওরো প্রদেশের মনকায়োর শহরের পাহাড়ি গ্রামে ভূমিধসের পর গতকাল রাত পর্যন্ত সাত জনের মৃতদেহ উদ্ধার করা হয়। আরো ৫ থেকে ১০ জন নিখোঁজ ছিল।

ভারী বৃষ্টি এবং বৃষ্টিতে আরও ভূমিধসের আশঙ্কায় উদ্ধার তৎপরতা বন্ধ রাখা হয় বলে জানান তিনি। আজ শুক্রবার থেকে আবারও উদ্ধার তৎপরতা শুরুর পর আরও ৩ জনের মৃতদেহ পাওয়া যায়।

এডনার দায়াংঘিরাং টেলিফোনে এপিকে বলেন, ‘ভূমিধসের সময় ভুক্তভোগীরা ওই বাড়িতে প্রার্থনা করছিল। দুঃখজনক হলেও এটাই বাস্তবতা।’

ভূমিধস ছাড়াও ভারী বৃষ্টির কারণে ফিলিপাইনের নিম্নাঞ্চলের গ্রামগুলোতে বন্যার সৃষ্টি হয়েছে এবং পাশের আরও দুই প্রদেশের অন্তত ছয় হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

প্রতিবছর ফিলিপাইন দ্বীপপুঞ্জে অন্তত ২০টি ঝড় ও টাইফুন আঘাত হানে এবং এর বেশির ভাগই হয় জুন থেকে শুরু হওয়া বর্ষাকালে।

অং সান সু চি হয়তো মারা গেছে, আশঙ্কা ছেলের

ফলের দোকানদার ও বেকার ছেলে: অস্ট্রেলিয়ার সৈকতে হামলাকারী সম্পর্কে যা জানা গেল

অস্ট্রেলিয়ার বন্ডাই বিচে হামলায় নিহত বেড়ে ১৫, আহত ৪০ জনেরও বেশি

বন্ডাই বিচে আহত এই ব্যক্তি ইসরায়েলে হামাসের হামলার মুখেও পড়েছিলেন

বন্ডাই বিচে হামলাকারীর অস্ত্র কেড়ে নিয়ে প্রশংসায় ভাসছেন, কে এই পথচারী

বন্ডাই বিচে গুলির শব্দকে শুরুতে আতশবাজি ভেবেছিলেন অনেকে

বন্ডাই বিচে সন্ত্রাসী হামলায় শনাক্ত কে এই নাভিদ আকরাম

অস্ট্রেলিয়ায় সমুদ্রসৈকতে ইহুদিদের হানুক্কা উৎসবে গুলি, নিহত অন্তত ১১

থাইল্যান্ডের সঙ্গে সীমান্ত বন্ধ করল কম্বোডিয়া

ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরও থাইল্যান্ড-কম্বোডিয়া সংঘর্ষ চলছে