হোম > বিশ্ব > এশিয়া

ফিলিপাইনে ভূমিধসে বাড়ি চাপা পড়ে নিহত অন্তত ১০

ফিলিপাইনে ভূমিধসে বাড়ির নিচে চাপা পড়ে পাঁচ শিশুসহ অন্তত ১০ জন নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার ঘটনার সময় দেশটির দক্ষিণাঞ্চলের ওই বাড়িতে ধর্মীয় প্রার্থনা চলছিল। এঘটনায় দুজন গুরুতর আহত হয়েছে বলে বার্তা সংস্থা এপি জানিয়েছে।

দেশটির বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর আঞ্চলিক প্রধান এডনার দায়াংঘিরাংকে উদ্ধৃত করে বার্তা সংস্থা এপি জানিয়েছে, দাভাও দে ওরো প্রদেশের মনকায়োর শহরের পাহাড়ি গ্রামে ভূমিধসের পর গতকাল রাত পর্যন্ত সাত জনের মৃতদেহ উদ্ধার করা হয়। আরো ৫ থেকে ১০ জন নিখোঁজ ছিল।

ভারী বৃষ্টি এবং বৃষ্টিতে আরও ভূমিধসের আশঙ্কায় উদ্ধার তৎপরতা বন্ধ রাখা হয় বলে জানান তিনি। আজ শুক্রবার থেকে আবারও উদ্ধার তৎপরতা শুরুর পর আরও ৩ জনের মৃতদেহ পাওয়া যায়।

এডনার দায়াংঘিরাং টেলিফোনে এপিকে বলেন, ‘ভূমিধসের সময় ভুক্তভোগীরা ওই বাড়িতে প্রার্থনা করছিল। দুঃখজনক হলেও এটাই বাস্তবতা।’

ভূমিধস ছাড়াও ভারী বৃষ্টির কারণে ফিলিপাইনের নিম্নাঞ্চলের গ্রামগুলোতে বন্যার সৃষ্টি হয়েছে এবং পাশের আরও দুই প্রদেশের অন্তত ছয় হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

প্রতিবছর ফিলিপাইন দ্বীপপুঞ্জে অন্তত ২০টি ঝড় ও টাইফুন আঘাত হানে এবং এর বেশির ভাগই হয় জুন থেকে শুরু হওয়া বর্ষাকালে।

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের

জান্তার কাছে এবার মায়ের বেঁচে থাকার প্রমাণ চাইলেন সু চিপুত্র

বন্ডাই বিচে হামলাকারীকে থামাতে গিয়ে প্রাণ হারান এক বৃদ্ধ দম্পতিও!

পাকিস্তানি বলে গুঞ্জন—বন্ডাই বিচের হামলাকারীরা আসলে ভারতীয়

বন্ডাই বিচ ট্র্যাজেডি: ভারত ও অস্ট্রেলিয়ার পাসপোর্টে ফিলিপাইনে গিয়েছিল হামলাকারী বাবা-ছেলে