হোম > বিশ্ব > এশিয়া

নিখোঁজ সাবমেরিনে ফুরিয়ে যাচ্ছে অক্সিজেন, ক্রুদের জীবিত উদ্ধারের আশা ক্ষীণ

৭২ ঘণ্টার মধ্যে অক্সিজেন লেভেল শূন্যে নেমে যাবে ইন্দোনেশীর নিখোঁজ হয়ে যাওয়া সাবমেরিনে। ৫৩ জন ক্রুকে জীবিত উদ্ধারে হাতে আছে আর মাত্র ৭২ ঘণ্টা। অথচ এখনও সাবমেরিনটির অবস্থানই শনাক্ত করা সম্ভব হয়নি।

ইন্দোনেশিয়ার নৌবাহিনীর বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, জার্মানিতে তৈরি কেআরআই নাংগালা-৪০২ সাবমেরিনটি গতকাল বুধবার সকালে বালি দ্বীপের উত্তরে মহড়ার সময় যোগাযোগবিচ্ছিন্ন হয়ে পড়ে। ধারণা করা হচ্ছে, সাবমেরিনটি বালি উপকূল থেকে সমুদ্রের প্রায় ৬০ মাইল (১০০ কিমি) গভীরে নিখোঁজ হয়েছে।

সাবমেরিনটি উদ্ধার করতে কাজ করছে ছয়টি যুদ্ধজাহাজ, একটি হেলিকপ্টার ও ৪০০ জনের উদ্ধারকারী দল। উদ্ধারকাজে সহযোগিতার জন্য সিঙ্গাপুর ও মালয়েশিয়া জাহাজ পাঠিয়েছে। যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ফ্রান্স ও জার্মানি উদ্ধার কাজে সহযোগিতার প্রস্তাব দিয়েছে।

কয়েকটি গণমাধ্যমে বলা হয়েছে,সাবমেরিনটি গভীর পানিতে ডুব দেওয়ার পরপরই এটির সঙ্গে আর যোগাযোগ করা যায়নি। নৌবাহিনী জানিয়েছে, সাবমেরিনটি যেখান থেকে ডুব দিয়েছিল ওই এলাকার কাছে পানিতে তেল ভাসতে দেখা গেছে। এটি সাবমেরিনের জ্বালানি ট্যাংকে ত্রুটি থাকার ইঙ্গিত হতে পারে অথবা এটি সেখানকার কোনও ক্রু-এর পাঠানো সংকেতও হতে পারে।

উল্লেখ্য, ১৯৭০-এর দশকের শেষের দিকে কেআরআই নাংগালা-৪০২ সাবমেরিনটি তৈরি করা হয়। এটি ইন্দোনেশিয়ার পাঁচটি সাবমেরিনের একটি। এর আগে দেশটির আর কোনো সাবমেরিন নিখোঁজের ঘটনা ঘটেনি।

তাইওয়ানে মেট্রো স্টেশনে স্মোক বোমা ছুড়ে ছুরি হামলা, নিহত ৩

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের

জান্তার কাছে এবার মায়ের বেঁচে থাকার প্রমাণ চাইলেন সু চিপুত্র

বন্ডাই বিচে হামলাকারীকে থামাতে গিয়ে প্রাণ হারান এক বৃদ্ধ দম্পতিও!

পাকিস্তানি বলে গুঞ্জন—বন্ডাই বিচের হামলাকারীরা আসলে ভারতীয়