৭২ ঘণ্টার মধ্যে অক্সিজেন লেভেল শূন্যে নেমে যাবে ইন্দোনেশীর নিখোঁজ হয়ে যাওয়া সাবমেরিনে। ৫৩ জন ক্রুকে জীবিত উদ্ধারে হাতে আছে আর মাত্র ৭২ ঘণ্টা। অথচ এখনও সাবমেরিনটির অবস্থানই শনাক্ত করা সম্ভব হয়নি।
ইন্দোনেশিয়ার নৌবাহিনীর বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, জার্মানিতে তৈরি কেআরআই নাংগালা-৪০২ সাবমেরিনটি গতকাল বুধবার সকালে বালি দ্বীপের উত্তরে মহড়ার সময় যোগাযোগবিচ্ছিন্ন হয়ে পড়ে। ধারণা করা হচ্ছে, সাবমেরিনটি বালি উপকূল থেকে সমুদ্রের প্রায় ৬০ মাইল (১০০ কিমি) গভীরে নিখোঁজ হয়েছে।
সাবমেরিনটি উদ্ধার করতে কাজ করছে ছয়টি যুদ্ধজাহাজ, একটি হেলিকপ্টার ও ৪০০ জনের উদ্ধারকারী দল। উদ্ধারকাজে সহযোগিতার জন্য সিঙ্গাপুর ও মালয়েশিয়া জাহাজ পাঠিয়েছে। যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ফ্রান্স ও জার্মানি উদ্ধার কাজে সহযোগিতার প্রস্তাব দিয়েছে।
কয়েকটি গণমাধ্যমে বলা হয়েছে,সাবমেরিনটি গভীর পানিতে ডুব দেওয়ার পরপরই এটির সঙ্গে আর যোগাযোগ করা যায়নি। নৌবাহিনী জানিয়েছে, সাবমেরিনটি যেখান থেকে ডুব দিয়েছিল ওই এলাকার কাছে পানিতে তেল ভাসতে দেখা গেছে। এটি সাবমেরিনের জ্বালানি ট্যাংকে ত্রুটি থাকার ইঙ্গিত হতে পারে অথবা এটি সেখানকার কোনও ক্রু-এর পাঠানো সংকেতও হতে পারে।
উল্লেখ্য, ১৯৭০-এর দশকের শেষের দিকে কেআরআই নাংগালা-৪০২ সাবমেরিনটি তৈরি করা হয়। এটি ইন্দোনেশিয়ার পাঁচটি সাবমেরিনের একটি। এর আগে দেশটির আর কোনো সাবমেরিন নিখোঁজের ঘটনা ঘটেনি।