হোম > বিশ্ব > এশিয়া

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে গ্রেপ্তারে আদালতের পরোয়ানা

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। ছবি: এএফপি

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে দেশটির একটি আদালত। স্থানীয় সময় আজ মঙ্গলবার গ্রেপ্তারি পরোয়ানার অনুমোদন দেয় আদালত। দেশটির পার্লামেন্টে অভিশংসিত হওয়া এই প্রেসিডেন্টের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে সামরিক আইন আরোপের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

দক্ষিণ কোরিয়ার উচ্চ পদস্থ কর্মকর্তাদের দুর্নীতির তদন্তকারী সংস্থা অফিস ফর হাই-র‍্যাঙ্কিং অফিশিয়ালও (সিআইও) নিশ্চিত করেছে যে, সিউলের পশ্চিম জেলা আদালত তদন্তকারীদের আবেদনের পরিপ্রেক্ষিতে এই গ্রেপ্তারি পরোয়ানা অনুমোদন করে। স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, দক্ষিণ কোরিয়ার ইতিহাসে বর্তমান কোনো প্রেসিডেন্টের বিরুদ্ধে এটি প্রথম গ্রেপ্তারি পরোয়ানা।

সিআইওকে উদ্ধৃত করে দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়ুনহাপ জানিয়েছে, এই গ্রেপ্তারি পরোয়ানা আগামী ৬ জানুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে এবং এটি কার্যকর হলে, প্রেসিডেন্ট ইউনকে সিউল ডিটেনশন সেন্টারে বা বন্দীশিবিরে আটকে রাখা হবে। তবে আদালত কেন গ্রেপ্তারি পরোয়ানা অনুমোদন করেছে সে বিষয়ে সিআইও কোনো মন্তব্য করেনি। আদালতও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

ইউন সুক-ইওলের বিরুদ্ধে সামরিক আইন জারির মাধ্যমে বিদ্রোহের নেতৃত্ব দেওয়ার অভিযোগে ফৌজদারি তদন্ত শুরু হয়েছে। দক্ষিণ কোরিয়ার আইন অনুসারে, বিদ্রোহ একটি গুরুতর অভিযোগ। এই অভিযোগে অভিযুক্ত হলে দেশটির প্রেসিডেন্ট কোনো ধরনের অভিশংসন সুরক্ষা পান না।

ইউনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কখন বা কীভাবে কার্যকর হবে তা এখনো অস্পষ্ট। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের নিরাপত্তা নিশ্চিতকারী কর্তৃপক্ষ মঙ্গলবার এক বিবৃতিতে বলেছে, তারা গ্রেপ্তারি পরোয়ানা আইনানুগ প্রক্রিয়া অনুযায়ী পরিচালনা করবে। সিআইও জানিয়েছে, আদালত ইউনের বাসভবনে তল্লাশি চালানোর পরোয়ানাও অনুমোদন করেছে।

এর আগে, প্রেসিডেন্টের কার্যালয়ে তল্লাশি চালানোর চেষ্টা করেছিল পুলিশ, কিন্তু প্রেসিডেন্টের নিরাপত্তা পরিষেবা প্রবেশে বাধা দেওয়ায় তারা সফল হয়নি। দক্ষিণ কোরিয়ার ক্ষমতাসীন ইউনের দল পিপল পাওয়ার পার্টির ভারপ্রাপ্ত নেতা কেওন সিওং-ডং মঙ্গলবার বলেছেন, একজন বর্তমান প্রেসিডেন্টকে আটক করার চেষ্টা করা অনুচিত।

বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির সংসদ সদস্য কিম ইয়ং-মিন বলেছেন, ‘পরোয়ানা কার্যকর করা এবং তদন্ত প্রক্রিয়া খুবই কঠিন হতে পারে।’ এ সময় তিনি তদন্তকারীদের দ্রুত পরোয়ানা কার্যকর করার আহ্বান জানান।

এর আগে, গত ১৪ ডিসেম্বর অভিশংসিত হন ইউন সুক ইওল। দক্ষিণ কোরিয়ার পার্লামেন্টের ৩০০ আইনপ্রণেতার মধ্যে ২০৪ জন অভিশংসনের পক্ষে ভোট দেন এবং ৮৫ জন বিপক্ষে। তিনজন ভোটদানে বিরত থাকেন এবং আটটি ভোট বাতিল করা হয়। অভিশংসনের কারণে ইউন তাঁর দায়িত্ব থেকে সাময়িকভাবে বরখাস্ত হন এবং দক্ষিণ কোরিয়ার সাংবিধানিক আদালত এখন এই ভোট নিয়ে পর্যালোচনা করবে।

উল্লেখ্য, গত ৫ ডিসেম্বর সারা বিশ্বকে চমকে দিয়ে সামরিক বাহিনীকে ‘রাষ্ট্রবিরোধী শক্তি’ উৎখাত এবং বিরোধী রাজনৈতিক প্রতিপক্ষের বাধা দূর করার জন্য জরুরি ক্ষমতা আইনে অধ্যাদেশ জারি করেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওল। এর কয়েক ঘণ্টা পরই তীব্র বিক্ষোভের মুখে আদেশ প্রত্যাহার করতে হয়।

বন্ডাই বিচে হামলাকারীকে থামাতে গিয়ে প্রাণ হারান এক বৃদ্ধ দম্পতিও!

পাকিস্তানি বলে গুঞ্জন—বন্ডাই বিচের হামলাকারীরা আসলে ভারতীয়

বন্ডাই বিচ ট্র্যাজেডি: ভারত ও অস্ট্রেলিয়ার পাসপোর্টে ফিলিপাইনে গিয়েছিল হামলাকারী বাবা-ছেলে

বন্ডাই বিচের ঘটনায় বদলে যেতে পারে অস্ট্রেলিয়ার অস্ত্র-আইন

যাবজ্জীবন কারাদণ্ডের মুখে ধনকুবের থেকে গণতন্ত্রপন্থী আন্দোলনের মুখ জিমি লাই

ফুল, প্রশংসা আর ডলারে ভাসছেন বন্ডাই বিচের ‘নায়ক’ আল-আহমেদ

খালি হাতে বন্দুকধারীকে ঠেকিয়ে নায়ক বনে যাওয়া কে এই আল-আহমেদ

অং সান সু চি হয়তো মারা গেছে, আশঙ্কা ছেলের

ফলের দোকানদার ও বেকার ছেলে: অস্ট্রেলিয়ার সৈকতে হামলাকারী সম্পর্কে যা জানা গেল

অস্ট্রেলিয়ার বন্ডাই বিচে হামলায় নিহত বেড়ে ১৫, আহত ৪০ জনেরও বেশি