হোম > বিশ্ব > এশিয়া

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩১০ 

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১০। ইন্দোনেশিয়ার স্থানীয় সময় গত সোমবার দুপুরে পশ্চিম জাভার সিয়াঞ্জুর শহরে ভয়াবহ ওই ভূমিকম্প আঘাত হানে। ৫ দশমিক ৬ মাত্রার এই ভূমিকম্পে ১ হাজারেরও বেশি মানুষ গুরুতর আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। 

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুসারে, ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থার প্রধান সুরিয়ানতো নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ‘ভূমিকম্পের কারণে পশ্চিম জাভার শহর সিয়াঞ্জুরে ভূমিধস ও ভবনধসে এখনো আরও ২৪ জন নিখোঁজ রয়েছেন।’

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পে ১ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছে। তাদের অধিকাংশই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছিল। এ ছাড়া নিখোঁজ রয়েছে আরও দেড় শতাধিক। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুসারে, পশ্চিম জাভার আঞ্চলিক গভর্নর রিদওয়ান কামিল ভূমিকম্পের পরপরই জানিয়েছিলেন নিহতের সংখ্যা ১৬২। স্থানীয় গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় কামিল জানিয়েছিলেন, ভূমিকম্পে অন্তত ৩৬২ জন আহত হয়েছে। 

রিদওয়ান কামিল আরও বলেছেন, এই ভূমিকম্পে ১৩ হাজারেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ভূমিকম্পে ২ হাজার ২০০টিরও বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের

জান্তার কাছে এবার মায়ের বেঁচে থাকার প্রমাণ চাইলেন সু চিপুত্র

বন্ডাই বিচে হামলাকারীকে থামাতে গিয়ে প্রাণ হারান এক বৃদ্ধ দম্পতিও!

পাকিস্তানি বলে গুঞ্জন—বন্ডাই বিচের হামলাকারীরা আসলে ভারতীয়

বন্ডাই বিচ ট্র্যাজেডি: ভারত ও অস্ট্রেলিয়ার পাসপোর্টে ফিলিপাইনে গিয়েছিল হামলাকারী বাবা-ছেলে