হোম > বিশ্ব > এশিয়া

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩১০ 

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১০। ইন্দোনেশিয়ার স্থানীয় সময় গত সোমবার দুপুরে পশ্চিম জাভার সিয়াঞ্জুর শহরে ভয়াবহ ওই ভূমিকম্প আঘাত হানে। ৫ দশমিক ৬ মাত্রার এই ভূমিকম্পে ১ হাজারেরও বেশি মানুষ গুরুতর আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। 

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুসারে, ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থার প্রধান সুরিয়ানতো নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ‘ভূমিকম্পের কারণে পশ্চিম জাভার শহর সিয়াঞ্জুরে ভূমিধস ও ভবনধসে এখনো আরও ২৪ জন নিখোঁজ রয়েছেন।’

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পে ১ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছে। তাদের অধিকাংশই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছিল। এ ছাড়া নিখোঁজ রয়েছে আরও দেড় শতাধিক। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুসারে, পশ্চিম জাভার আঞ্চলিক গভর্নর রিদওয়ান কামিল ভূমিকম্পের পরপরই জানিয়েছিলেন নিহতের সংখ্যা ১৬২। স্থানীয় গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় কামিল জানিয়েছিলেন, ভূমিকম্পে অন্তত ৩৬২ জন আহত হয়েছে। 

রিদওয়ান কামিল আরও বলেছেন, এই ভূমিকম্পে ১৩ হাজারেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ভূমিকম্পে ২ হাজার ২০০টিরও বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইন্দোনেশিয়ায় নার্সিং হোমে আগুনে ১৬ জনের মৃত্যু

যে কৌশলে রুশ ধনকুবেরদের কণ্ঠরোধ করেছেন পুতিন

সহিংসতা ও প্রত্যাখ্যানের মধ্যে মিয়ানমারে চলছে ‘প্রহসনের’ নির্বাচন

জাপানে তুষারপাতে পিচ্ছিল রাস্তায় ৫০টি গাড়ির সংঘর্ষ, নিহত ২

রক্তক্ষয়ী সংঘর্ষের পর দ্বিতীয়বার যুদ্ধবিরতিতে থাইল্যান্ড-কম্বোডিয়া

নাজিব রাজাকের ১৫ বছরের কারাদণ্ড, জটিল সমীকরণে মালয়েশিয়ার সরকার

৫৪ কোটি ডলার পাচার: ক্ষমতার অপব্যবহারে দোষী সাব্যস্ত মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী

চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই রেকর্ড প্রতিরক্ষা বাজেট অনুমোদন করল জাপান

থাই-কম্বোডিয়া সীমান্তে গুঁড়িয়ে দেওয়া হলো বিষ্ণু মূর্তি, নিন্দা জানাল ভারত

নাগরিকত্বের জন্য বসবাসের শর্ত দ্বিগুণ করল জাপান