হোম > বিশ্ব > এশিয়া

দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্রের এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত

দক্ষিণ কোরিয়ার পশ্চিম উপকূলে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সময় আজ বুধবার সকালে গুনসানের কাছে এ ঘটনা ঘটে। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।

তবে দুর্ঘটনায় কবলিত যুদ্ধবিমানের পাইলট নিরাপদে বিমান থেকে বেরিয়ে আসতে পেরেছেন। এক ঘণ্টা পরে তাঁকে উদ্ধার করা হয়। তাঁর চেতনা রয়েছে এবং দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মার্কিন বিমানবাহিনীর একটি ইউনিট জানিয়েছে, মাত্র এক মাসের মধ্যে এটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার দ্বিতীয় ঘটনা। ইউনিটটি এক বিবৃতিতে বলেছে, অষ্টম ফাইটার উইংয়ে নিযুক্ত একটি এফ-১৬ ফাইটিং ফ্যালকন সমুদ্রের ওপর ‘জরুরি পরিস্থিতির’ সম্মুখীন হয়ে একপর্যায়ে বিধ্বস্ত হয়।

অষ্টম ফাইটার উইংয়ের কমান্ডার কর্নেল ম্যাথিউ গেটকে দক্ষিণ কোরিয়ার উদ্ধারকারীদের ধন্যবাদ জানিয়েছেন। পাইলটকে খুঁজে বের করতে তারা মার্কিন সেনাবাহিনীর সঙ্গে কাজে যোগ দিয়েছিলেন। কর্নেল ম্যাথিউ গেটকে বলেছেন, সমুদ্র থেকে বিমানটি খুঁজে বের করা এবং পুনরুদ্ধার করার দিকেই এখন তারা মনোযোগ দিয়েছেন।

দক্ষিণ কোরিয়ায় মার্কিন সামরিক বাহিনী দ্বারা ব্যবহৃত দুটি প্রধান বিমান ঘাঁটির একটি পশ্চিম উপকূলীয় শহর গুনসানে অবস্থিত। গত ডিসেম্বরে, প্রশিক্ষণ ফ্লাইটের সময় বিধ্বস্ত হয়েছিল একটি এফ-১৬ যুদ্ধবিমান। সেবারও পাইলটকে উদ্ধার করা হয়।

গুনসান পুলিশ জানিয়েছে, তারা ঘটনাস্থল খতিয়ে দেখছে। এ ছাড়া দক্ষিণ কোরিয়ায় থাকা মার্কিন বাহিনী এএফপিকে জানায়, তারা দ্রুত এই ঘটনার বিস্তারিত জানাবে।

তাইওয়ানে মেট্রো স্টেশনে স্মোক বোমা ছুড়ে ছুরি হামলা, নিহত ৩

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের

জান্তার কাছে এবার মায়ের বেঁচে থাকার প্রমাণ চাইলেন সু চিপুত্র

বন্ডাই বিচে হামলাকারীকে থামাতে গিয়ে প্রাণ হারান এক বৃদ্ধ দম্পতিও!

পাকিস্তানি বলে গুঞ্জন—বন্ডাই বিচের হামলাকারীরা আসলে ভারতীয়