হোম > বিশ্ব > এশিয়া

উসকানির জবাব দিতে সামরিক বাহিনীকে প্রস্তুত থাকতে বললেন কিম জং উন 

শত্রুর যেকোনো উসকানির জবাব দিতে সামরিক বাহিনীকে প্রস্তুত থাকতে বলেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। আজ শুক্রবার রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা কেসিএনএর কাছে তিনি এ কথা বলেছেন।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ কোরিয়ার সঙ্গে সীমান্তে শক্তিশালী সশস্ত্র বাহিনী এবং নতুন অস্ত্র মোতায়েন করার ব্যাপারে সম্প্রতি প্রতিশ্রুতি দিয়েছে পিয়ংইয়ং। গত মাসে উত্তর কোরিয়া একটি গুপ্তচর উপগ্রহ উৎক্ষেপণের পর থেকেই দুই দেশের মদ্যে উত্তেজনা বাড়ে।

এ ঘটনায় ২০১৮ সালের আন্তকোরীয় সামরিক চুক্তির একটি মূলধারা স্থগিত করেছে সিউল। এরপর পিয়ংইয়ং ঘোষণা করে, তারাও আর চুক্তিটিতে নেই।

কেসিএনএ জানিয়েছ, গত বৃহস্পতিবার উত্তর কোরিয়ার বিমানবাহিনীর কমান্ড শাখা পরিদর্শন করেন কিম। সে সময় তিনি সেনাবাহিনীর রণকৌশল উন্নত করা এবং যুদ্ধে লড়ার ক্ষমতা বাড়ানোর ব্যাপারে নির্দেশনা দিয়েছেন। শত্রুর যেকোনো সামরিক উসকানি ও হুমকিকে যেন শক্তভাবে মোকাবিলা করা যায়, সে জন্য কৌশলগত নীতি নির্ধারণ করেছেন কিম।

যেকোনো প্রতিকূল পরিস্থিতিতে যুদ্ধ পরিচালনা করার জন্য সম্পূর্ণ প্রস্তুত থাকায় বিমানবাহিনীর প্রশংসা করেন তিনি।

গুপ্তচর উপগ্রহ উৎক্ষেপণ করায় উত্তর কোরিয়ার সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একাধিক প্রস্তাব এতে লঙ্ঘিত হয়েছে বলে মত প্রকাশ করে তারা। গত বৃহস্পতিবার উত্তর কোরিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞাও দিয়েছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে, উত্তর কোরিয়ার ১১ জন নাগরিকের ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরিয়া।

তবে এসব সমালোচনা আমলে নেয়নি পিয়ংইয়ং। তারা বলেছে, আত্মরক্ষার অধিকারের অংশ হিসেবে এ রকম আরও স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, আন্তকোরীয় সামরিক চুক্তি থেকে পিয়ংইয়ং নিজেদের প্রত্যাহার করার পরে নিরস্ত্রীকরণ অঞ্চলের (ডিএমজেড) ভেতরে যৌথ নিরাপত্তা এলাকায় আবার আগ্নেয়াস্ত্র বহন শুরু করেছে উত্তর কোরিয়ার সৈন্যরা। সিউলের এক কর্মকর্তা বলেন, ক্রমবর্ধমান উত্তেজনার পরিপ্রেক্ষিতে ডিএমজেড সফর স্থগিত করেছে দক্ষিণ কোরিয়া।

চলতি বছরের জুলাই মাসে উত্তর কোরিয়ায় এক মার্কিন সেনার অনুপ্রবেশের পর বন্ধ রাখা হয়েছিল ডিএমজেড সফর। এরপর গত সপ্তাহে তা পুনরায় শুরুও হয়। তবে সাম্প্রতিক উত্তেজনায় ফের বন্ধ এই সফর।

জান্তার কাছে এবার মায়ের বেঁচে থাকার প্রমাণ চাইলেন সু চিপুত্র

বন্ডাই বিচে হামলাকারীকে থামাতে গিয়ে প্রাণ হারান এক বৃদ্ধ দম্পতিও!

পাকিস্তানি বলে গুঞ্জন—বন্ডাই বিচের হামলাকারীরা আসলে ভারতীয়

বন্ডাই বিচ ট্র্যাজেডি: ভারত ও অস্ট্রেলিয়ার পাসপোর্টে ফিলিপাইনে গিয়েছিল হামলাকারী বাবা-ছেলে

বন্ডাই বিচের ঘটনায় বদলে যেতে পারে অস্ট্রেলিয়ার অস্ত্র-আইন

যাবজ্জীবন কারাদণ্ডের মুখে ধনকুবের থেকে গণতন্ত্রপন্থী আন্দোলনের মুখ জিমি লাই

ফুল, প্রশংসা আর ডলারে ভাসছেন বন্ডাই বিচের ‘নায়ক’ আল-আহমেদ

খালি হাতে বন্দুকধারীকে ঠেকিয়ে নায়ক বনে যাওয়া কে এই আল-আহমেদ

অং সান সু চি হয়তো মারা গেছে, আশঙ্কা ছেলের

ফলের দোকানদার ও বেকার ছেলে: অস্ট্রেলিয়ার সৈকতে হামলাকারী সম্পর্কে যা জানা গেল